শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩ ০০:০০ টা
চার দিনের সফরে বৈঠক করবেন সব রাজনৈতিক দলের সঙ্গে

আসছেন মার্কিন দুই কংগ্রেস সদস্য

কূটনৈতিক প্রতিবেদক

আসছেন মার্কিন দুই কংগ্রেস সদস্য

এবার বাংলাদেশে আসছেন মার্কিন যুক্তরাষ্ট্রের দুজন কংগ্রেসম্যান রিচার্ড ম্যাককরমিক ও এড কেস। আগামীকাল ঢাকা এসে তারা মঙ্গলবার পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন। সরকারের পক্ষ থেকে তাদের সফর রোহিঙ্গা কেন্দ্রিক বলা হলেও চার দিনের সফরে তারা দেশের বড় রাজনৈতিক দলগুলোর সঙ্গেও বৈঠক করবেন।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেছেন, বাইডেন প্রশাসন বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে চায়, সে কারণেই ধারাবাহিকভাবে মার্কিন কর্মকর্তারা বাংলাদেশ সফর করছেন। এটা ভালো। তিনি বলেন, কংগ্রেমম্যানরা মূলত রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসবেন, কিন্তু আমার সঙ্গে সৌজন্য সাক্ষাৎও করবেন। রোহিঙ্গাদের জন্য সবচেয়ে বড় দাতা মার্কিন যুক্তরাষ্ট্র। এই দুই কংগ্রেসম্যান তাদের সফরকালে দেখবেন যে কীভাবে তাদের করদাতাদের অর্থ ব্যয় করা হচ্ছে। আর সম্প্রতি রোহিঙ্গাদের জন্য অর্থায়ন কমে গেছে। তাদের জন্য মাসিক খাবার খরচ ১২ ডলার থেকে কমিয়ে ৮ ডলার করা হয়েছে। রোহিঙ্গাদের মানবিক পরিস্থিতি পরিদর্শন করে তারা যদি আরও তহবিলের সুপারিশ করেন, তাহলে ভালো হবে। কূটনৈতিক সূত্র জানান, বাংলাদেশ সফরে যে দুই কংগ্রেসম্যান আসছেন, তাদের মধ্যে রিচার্ড ম্যাককরমিক রিপাবলিকান দলের এবং এড কেস ডেমোক্র্যাট দলের। ঢাকা সফরের সময় তারা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে আলাদাভাবে মতবিনিময় করবেন। জানা যায়, চলতি সপ্তাহে মার্কিন পররাষ্ট্র দফতরের বৈশ্বিক দুর্নীতি দমন বিভাগের সমন্বয়ক রিচার্ড নেফিউ ঢাকা সফর করে গেছেন। চলতি মাসের দ্বিতীয়ার্ধে প্রতিরক্ষা সংলাপে যোগ দিতে আসছেন যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক কমান্ডের কৌশলগত পরিকল্পনা ও নীতিবিষয়ক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল টমাস জেমস। এ ছাড়া আগামী মাসের প্রথমার্ধে মার্কিন বাণিজ্য দফতরের দক্ষিণ ও মধ্য এশিয়া-বিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চ ঢাকায় আসছেন।

সর্বশেষ খবর