শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

খালেদা জিয়ার শরীরে নতুন উপসর্গ

নিজস্ব প্রতিবেদক

খালেদা জিয়ার শরীরে নতুন উপসর্গ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শরীরে রোগের নতুন উপসর্গ দেখা দিয়েছে। তাঁর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। আরও কয়েকদিন হাসপাতালে থাকতে হতে পারে সাবেক এই প্রধানমন্ত্রীকে। তবে তা নির্ভর করবে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের ওপর। অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের অধীনে চিকিৎসাধীন রয়েছেন তিনি। গতকাল বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, খালেদা জিয়ার শরীরে নতুন কিছু উপসর্গ দেখা দেওয়ায় মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁকে হাসপাতালে রেখেই শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হবে। উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে যাওয়ার অনুমতি দেওয়ার জন্যও দাবি জানান এই বিএনপি নেতা। তিনি বলেন, বিদেশে তাঁর চিকিৎসা করাতে হবে। রোগের উপসর্গ বাড়ছে। এসব রোগের পর্যাপ্ত চিকিৎসা বাংলাদেশে নেই। এর আগে বুধবার সন্ধ্যায় গুলশানের ফিরোজা থেকে বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। এরপর চিকিৎসকদের পরামর্শে তাঁকে ভর্তি করানো হয় সেখানে। ৭৮ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি রোগসহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন। দুই মাসের ব্যবধানে আবারও হাসপাতালে ভর্তি হলেন বিএনপি চেয়ারপারসন। গত ১২ জুন খালেদা জিয়াকে একই হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ওই সময় পাঁচ দিন তাঁকে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছিল।

সর্বশেষ খবর