শনিবার, ১২ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

উন্নয়নের কারণে বিদেশিদেরও নজরে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, সিলেট

উন্নয়নের কারণে বিদেশিদেরও নজরে বাংলাদেশ

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, বড়লোকের দেশগুলো চীনের অগ্রগতি দেখতে পারে না। তারা চীনকে আটকাতে চায়। তাই ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ এই খেলার মধ্যে পড়ে গেছে। তবে বাংলাদেশ সেটা ওভারকাম করবে। গতকাল দুপুরে সিলেট সদর উপজেলায় ২৩ কোটি টাকার ১২টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিচ্ছিলেন। তিনি বলেন, ভৌগোলিক ও অর্থনৈতিক কারণে বাংলাদেশ এখন বিশ্বে খুবই গুরুত্বপূর্ণ। যে কারণে, বাংলাদেশের ওপর বিদেশিদের চোখ। বাংলাদেশ নিয়ে কূটনীতিকদের নানা মন্তব্য নিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, জানুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত পৃথিবীতে ৬৭টি দেশে নির্বাচন হয়েছে, সেগুলো নিয়ে তাদের কোনো মাথাব্যথা নেই। বাংলাদেশ নিয়েই কেবল হইচই। তিনি বলেন, একটি দল ও তাদের প্রবাসী সহযোগীরা বিদেশিদের কাছে বাংলাদেশ নিয়ে অপপ্রচার চালাচ্ছে। তারা জনগণের কাছে না গিয়ে শুধু বিদেশিদের কাছে নালিশ দেয়। তারা জনগণের কাছে আসে না। তারা হচ্ছে নালিশ পার্টি। অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, কেউ বিদেশে টাকা পাচার করুক, এটা আওয়ামী লীগ সরকার চায় না। টাকা পাচার বন্ধ করতে পারলে দেশ অনেক সমৃদ্ধ হবে। এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন- সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সিটি মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আশফাক আহমদ প্রমুখ।

সর্বশেষ খবর