শনিবার, ১২ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

অগ্নিসন্ত্রাসীরা আবারও ষড়যন্ত্র করতে এক হচ্ছে

নিজস্ব প্রতিবেদক

অগ্নিসন্ত্রাসীরা আবারও ষড়যন্ত্র করতে এক হচ্ছে

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, বিএনপির এক নেত্রীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে সাভারসহ বিভিন্ন জায়গায় বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এই অগ্নিসন্ত্রাসীরা আবারও নানা ষড়যন্ত্রের জন্য এক হচ্ছে। দেশের মানুষ তাদের চিনে ফেলেছে। দেশের মানুষ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। গতকাল রাজধানীর তেজগাঁওয়ে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ অনুষ্ঠানটির আয়োজন করে। বিএনপিকে উদ্দেশ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচনকে তারা ভয় পায়। তারা নির্বাচন করতে চায় না। তারা নির্বাচন বানচাল করার পাঁয়তারা করবে সেটাই স্বাভাবিক। কিন্তু দেশের মানুষ তাদের উপযুক্ত জবাব দেবে। নির্বাচনের মাধ্যমে আবারও দেশের প্রধানমন্ত্রী হবেন শেখ হাসিনা। তাকে ভোটের মাধ্যমে নির্বাচিত করতে অধীর আগ্রহে জনগণ অপেক্ষা করছে। তিনি বলেন, আওয়ামী লীগ কোনো দিনই ষড়যন্ত্রে, পেশিশক্তিতে, গান পাওয়ারে বিশ্বাস করে না। আওয়ামী লীগ বিশ্বাস করে জনগণের শক্তিতে, জনগণের ম্যান্ডেটে। ১৫ আগস্টে খালেদা জিয়ার জন্মদিন পালনের সমালোচনা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা এটাও দেখেছি, বঙ্গবন্ধুকে হত্যার দিনে খালেদা জিয়ার জন্মদিন পালন করা হয়। তার কয়েকটা জন্মদিনের কথা আমরা জানি। আমরা বঙ্গবন্ধুকে হারিয়েছি, তাকে কখনো পাব না। তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা একে একে বঙ্গবন্ধুর সব স্বপ্ন বাস্তবায়ন করছেন।

সর্বশেষ খবর