শনিবার, ১২ আগস্ট, ২০২৩ ০০:০০ টা
ভারতের পররাষ্ট্র দফতর

বাংলাদেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন চাই

নয়াদিল্লি প্রতিনিধি

বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের দাবি কার্যত খারিজ করে দিয়েছে ভারত। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি গতকাল মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে বলেছেন, ‘বাংলাদেশের সংবিধানে বর্ণিত নিয়ম মেনেই নির্বাচন হবে বলে জানি। ভারতের একমাত্র আকাক্সক্ষা নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে হোক।’ তাকে প্রশ্ন করা হয়, বিরোধী দল সড়কে নেমে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি তুলেছে। এ সম্পর্কে মন্তব্য কী? দিল্লির এক জাতীয় দৈনিকে প্রকাশিত উপসম্পাদকীয়তে আশঙ্কা প্রকাশ করা হয় যে, তৃতীয় কোনো বিকল্প তৈরি হচ্ছে। এমনকি সেনাবাহিনী থেকে এ বিকল্প গড়ে তোলা হতে পারে। এ প্রসঙ্গে মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, ‘জল্পনামূলক রিপোর্ট নিয়ে কোনো মন্তব্য করব না। গত সপ্তাহেই বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে আমাদের মত ব্যক্ত করেছি। এর সঙ্গে নতুন কোনো মন্তব্য সংযুক্ত করছি না।’ গত সপ্তাহেই মুখপাত্র বলেছিলেন, গোটা বিশ্ব নির্বাচন নিয়ে মন্তব্য করলেও ভারত করবে না। ভারত হলো ভারত। বাংলাদেশের সঙ্গে বিশেষ সম্পর্ক রয়েছে। কোনো মন্তব্য করবে না। বাংলাদেশের সরকার জনতা স্থির করবে কীভাবে নির্বাচন হবে। ২০১১ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা বাতিল করা হয়। তারপর মে মাসে বাংলাদেশের সুপ্রিম কোর্ট সেই আদেশ বহাল রাখে। বাংলাদেশও সিদ্ধান্ত নিয়েছে বর্তমান শেখ হাসিনার সরকারের অধীনেই নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন।

সর্বশেষ খবর