শনিবার, ১২ আগস্ট, ২০২৩ ০০:০০ টা
আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠক আজ

কোন্দল নিরসনে বিশেষ গুরুত্ব

রফিকুল ইসলাম রনি

বিশেষ বর্ধিত সভায় তৃণমূল নেতাদের কথা শোনার পর এবার দলের কার্যনির্বাহী সংসদের নেতাদের সঙ্গে বসছেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সন্ধ্যা ৭টায় গণভবনে এ বৈঠক হবে। বৈঠকে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের ভিতরে ঐক্যের নির্দেশনা দেবেন দলীয় প্রধান। বৈঠকের আলোচ্যসূচিতে রাখা হয়েছে ৯টি বিষয়।

দলের কার্যনির্বাহী সংসদের একাধিক নেতা জানিয়েছেন, ৬ আগস্ট দলের বিশেষ বর্ধিত সভায় সারা দেশ থেকে সাড়ে ৩ হাজার নেতা ও দলের জনপ্রতিনিধি অংশ নেন। ৪৩ জন নেতা এতে বক্তৃতা করেন। এসব নেতার অধিকাংশের মুখেই দলের ভিতরে অভ্যন্তরীণ কোন্দলের চিত্র ফুটে ওঠে। তাদের অভিযোগের তীর ছিল দলীয় এমপি-মন্ত্রীদের বিরুদ্ধে। ওই সভার ছয় দিনের মাথায় দলের কার্যনির্বাহী সংসদের সভা বেশ গুরুত্ব বহন করে। জাতীয় সংসদ নির্বাচনের আগে অভ্যন্তরীণ কোন্দল নিরসনের তাগাদা দেবেন আওয়ামী লীগ সভানেত্রী। থাকবে নির্বাচনী বিশেষ বার্তাও। দিবসভিত্তিক কিছু কর্মসূচি গ্রহণ করা হবে বৈঠকে। এ ছাড়া দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত হওয়া নেতাদের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের সাধারণ ক্ষমা করা হতে পারে। আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, নির্ধারিত নয়টি এজেন্ডা নিয়ে আলোচনার পাশাপাশি বিগত বিশেষ বর্ধিত সভায় তৃণমূল নেতাদের বক্তৃতা নিয়েও কথা হতে পারে। সংসদ নির্বাচনের আগে তৃণমূলে সবার মধ্যে ঐক্যের বার্তা দেওয়া হবে। এ জন্য বিশেষ নিদের্শনাও দিতে পারেন দলীয় সভানেত্রী শেখ হাসিনা।’ জানা গেছে, আলোচ্য সূচির নয়টি বিষয় হলো- শোক প্রস্তাব, দলের সভানেত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন (২৮ সেপ্টেম্বর), শেখ রাসেল দিবস (১৮ অক্টোবর), জেলহত্যা দিবস (৩ নভেম্বর), নূর হোসেন দিবস (১০ নভেম্বর), ডা. মিলন দিবস (২৭ নভেম্বর), সমসাময়িক বিষয় (জাতীয় ও আন্তর্জাতিক), সাংগঠনিক বিষয় ও বিবিধ। দলের একাধিক নেতা জানিয়েছেন, সামনে জাতীয় সংসদ নির্বাচন। এ অবস্থায় কার্যনির্বাহী কমিটির সভায় স্বভাবতই নির্বাচনে দলের করণীয় নিয়ে কথা হবে। এ ছাড়া নির্বাচন নিয়ে দেশ-বিদেশে চলমান আলোচনা, বিরোধী দলগুলোর লাগাতার আন্দোলন মোকাবিলায় করণীয় এবং আওয়ামী লীগের সাংগঠনিক পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে। তৃণমূলে নেতা ও এমপির বিবাদ প্রকাশ্যে আসছে। এ বিষয়ে আট বিভাগের সাংগঠনিক অবস্থা সব কার্যনির্বাহী কমিটির সভায় জানতে চাওয়া হয়। তবে আগামীকালের সভায় তৃণমূলের দ্বন্দ্ব বিশেষ গুরুত্ব পেতে পারে।

এ বিষয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, সভার সুনির্দিষ্ট এজেন্ডা আছে। সেসব বিষয়ে আলোচনা হবে। এ ছাড়া সমসাময়িক রাজনীতি, আমাদের লক্ষ্য, দলের ভিতরের সমস্যাসহ নানা বিষয়ে সিদ্ধান্ত আসবে। জানা গেছে, বৈঠকে দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদকরা তাদের রিপোর্ট উপস্থাপন করবেন। সেগুলো পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করা হবে। এ ছাড়া অব্যাহতি পাওয়া কিছু নেতাকে শর্তসাপেক্ষে দলে ফেরানোর বিষয়ে কথা হতে পারে। সম্প্রতি দলের যেসব বৈঠক হয়েছে, সব বৈঠকেই দলের অর্জন, সরকারের উন্নয়ন ও অগ্রযাত্রার তথ্যনির্ভর প্রচার চালানোর নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। একই সঙ্গে বিএনপি-জামায়াত সরকারের সময় দেশের পরিস্থিতি কেমন ছিল, তা তুলে ধরার নির্দেশনাও রয়েছে। জানা গেছে, শনিবারের কার্যনির্বাহী কমিটির সভাতেও শেখ হাসিনা এ ধরনের নির্দেশনা দেবেন।

সর্বশেষ খবর