রবিবার, ১৩ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

৮০ হাজার ছাড়াল ডেঙ্গু আক্রান্ত

শুধু হাসপাতালে ভর্তির তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর

নিজস্ব প্রতিবেদক

৮০ হাজার ছাড়াল ডেঙ্গু আক্রান্ত

ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগী ৮০ হাজার ছাড়িয়েছে। লাফিয়ে বাড়ছে আক্রান্ত। তবে অনেক রোগীই থেকে যাচ্ছে হিসাবের বাইরে। শুধু হাসপাতালে ভর্তি হলে সে হিসাব যোগ করছে স্বাস্থ্য অধিদফতর। অনেক হাসপাতালে ভর্তি রোগী ভর্তিও থেকে যাচ্ছে হিসাবের বাইরে। ডেঙ্গু নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা যায়, গতকাল ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২ হাজার ৪৩২ জন এবং মারা গেছেন ১৪ জন। আক্রান্তের মধ্যে ঢাকার বাসিন্দা ৯৪০ জন এবং ঢাকার বাইরের বাসিন্দা ১ হাজার ৪৯২ জন। এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৮২ হাজার ৫০৬ জন, মারা গেছেন ৩৮৭ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৯ হাজার ৮৩০ জন। এর মধ্যে ঢাকার হাসপাতালে ভর্তি আছেন ৪ হাজার ৪২৩ জন। ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি আছেন ৫ হাজার ৪০৭ জন। ঢাকার সরকারি হাসপাতালে ভর্তি ২ হাজার ৩১৮ জন, ঢাকার বেসরকারি হাসপাতালে ভর্তি ২ হাজার ১০৫ জন। ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে পুরুষ ১৬৮ জন এবং নারী ২১৯ জন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ডেঙ্গুর প্রকোপ কমাতে দ্রুত পদক্ষেপ নিতে বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছে। তারা বলেছে, মশার বিস্তার কমাতে যেন পদক্ষেপ নেওয়া হয়। এ ছাড়া ডেঙ্গু প্রতিরোধে ফুলহাতা জামা পরার আহ্বানও জানিয়েছে সংস্থাটি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, ডেঙ্গুর আধিক্য দেখা যাচ্ছে অস্বাভাবিক আকস্মিক বৃষ্টির কারণে। যার সঙ্গে যুক্ত হয়েছে উচ্চ তাপমাত্রা এবং উচ্চ আর্দ্রতা। এসব কারণে বাংলাদেশজুড়ে মশার বংশ বিস্তার বৃদ্ধি পেয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাদের মূল্যায়নে বলেছে বাংলাদেশ ডেঙ্গুর ‘উচ্চ’ ঝুঁকিতে রয়েছে। আক্রান্ত ও মৃত্যুর হার বেশি এবং ব্যাপক ভৌগলিক বিস্তৃতির কারণেই সংস্থাটি এমন মূল্যায়ন দিয়েছে। মশার বিস্তৃতি রোধে ডব্লিউএইচও সমন্বিত ভেক্টর ব্যবস্থাপনা (আইভিএম) গ্রহণের আহ্বান জানিয়েছে। এ ছাড়া মানুষকে সতর্কতামূলক পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানিয়েছে তারা।

ডেঙ্গুজ্বর ও এডিস মশা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করতে পথসভা ও লিফলেট বিতরণ করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ জার্নালিজম অ্যালামনাই অ্যাসোসিয়েশন (পিবজা)। জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা সচেতনতা কার্যক্রম চালান। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি অ্যাডভোকেট রুহী শামসাদ আরা, সহসভাপতি অধ্যক্ষ এম এ মোনায়েম, ম. মাহবুবুর রহমান ভূঁইয়া, ড. দীপু সিদ্দিকী, যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী দানিয়েল মুহাম্মদ আওরঙ্গজেব, সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ মো. বশিরুল ইসলাম প্রমুখ।

সর্বশেষ খবর