শিরোনাম
রবিবার, ১৩ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

কুলাউড়ায় অপারেশন হিল সাইড

ইমাম মাহদির কাফেলার ১০ সদস্য আটক

মৌলভীবাজার ও শ্রীমঙ্গল প্রতিনিধি

কুলাউড়ায় অপারেশন হিল সাইড

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের টাট্টিউলি গ্রামে অপারেশন হিল সাইড -বাংলাদেশ প্রতিদিন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের টাট্টিউলি গ্রামে এক দুর্গম পাহাড়ে একটি জঙ্গি আস্তানায় অভিযান চালিয়ে নতুন জঙ্গি সংগঠন ‘ইমাম মাহদির কাফেলার’ ১০ সদস্যকে আটক করেছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। এদের মধ্য চারজন পুরুষ ও ছয়জন নারী। তাদের সঙ্গে ছিল তিন শিশু। এ অভিযানের নাম দেওয়া হয় ‘অপারেশন হিল সাইড’। চার ঘণ্টার এই অভিযানে আটকরা হলেন, শরীফুল ইসলাম, হাফিজ উল্লাহ, খায়রুল ইসলাম, রাফিউল ইসলাম, মেঘনা, শাপলা বেগম, মাইশা ইসলাম, মোছা. সানজিদা খাতুন, আমিনা বেগম, মোছা. হাবিবা বিনতে শফিকুল। শিশু আবিদা, জুবেদা ও হুজাইফা। এদের বাড়ি দেশের বিভিন্ন জেলায়। গত শুক্রবার রাত ১১টা থেকে অভিযান পরিচালনা করা হয়। অভিযান শেষে গতকাল কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট প্রধান মোহাম্মদ আসাদুজ্জামান সাংবাদিকদের জানান, আমাদের কাছে তথ্য ছিল নতুন একটি উগ্রবাদী সংগঠন ব্যাপক সংখ্যক লোকদের উগ্রবাদের দীক্ষা দিয়েছে। সেসব লোকজন হিজরতের জন্য ঘর থেকে বের হয়েছেন। শুরুতে আমাদের কাছে তথ্য ছিল মৌলভীবাজারের যে কোনো একটি পাহাড়ে তারা তাদের আস্তানাটি তৈরি করেছে। গতকাল আমরা চূড়ান্ত তথ্য পাই। তিনি বলেন, ঢাকায় আমরা একজনকে গ্রেফতার করেছি। তিনি এই জঙ্গি আস্তানা থেকে তার পরিবারকে আনার জন্য গিয়েছিলেন।

সিটিটিসি প্রধান বলেন, ‘বিনা বলপ্রয়োগে আমরা তাদের গ্রেফতার করতে সক্ষম হই। তাদের হেফাজতে নেওয়ার পরে আমরা জঙ্গি আস্তানায় ব্যাপক তল্লাশি চালিয়ে প্রায় ৩ কেজি বিস্ফোরক ও ৫০টির মতো ডেটোনেটর উদ্ধার করি। যা দিয়ে গ্রেনেডসহ হাই এক্সপোসিভ তৈরি করা হয়।

এ ছাড়া ৩ লাখ ৬১ হাজার টাকা, প্রশিক্ষণ সামগ্রী, কমব্যাট বুট, বক্সিন ব্যাগ এবং কয়েক বস্তা জিহাদি বই জব্দ করা হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটি নতুন একটি সংগঠন, এর নাম ‘ইমাম মাহদির কাফেলা’। বাংলাদেশে যেসব নিষিদ্ধ জঙ্গি সংগঠন আছে, সেগুলোর বাইরে এটি একটি নতুন সংগঠন। এই সংগঠনের যে মূল ব্যক্তি তার নামও আমরা পেয়েছি। আশা করি, তার পর্যন্ত পৌঁছাতে আমরা সক্ষম হব।’

সর্বশেষ খবর