মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

বিশ্ববাসীকে বাংলাদেশের পাশে থাকার আহ্বান

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে দুই মার্কিন কংগ্রেসম্যান

কক্সবাজার প্রতিনিধি

বিশ্ববাসীকে বাংলাদেশের পাশে থাকার আহ্বান

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে রোহিঙ্গা সংকট মোকাবিলা ও উত্তরণে বিশ্ববাসীকে বাংলাদেশের পক্ষে অবস্থান নেওয়ার অহ্বান জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেস প্রতিনিধি দল।

গতকাল সন্ধ্যায় কক্সবাজারের শরণার্থী ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে দলের দুই প্রতিনিধি গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। তারা বিশাল রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় প্রদান, ব্যবস্থাপনার জন্য বাংলাদেশের সরকার ও জনগণের প্রশংসা করে ধন্যবাদ জানান। যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন ডেমোক্র্যাটিক পার্টির কংগ্রেস সদস্য এড কেইস জানান, তিনি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন, রোহিঙ্গা জনগোষ্ঠীর সঙ্গে আলাপ করেছেন। আলাপকালে রোহিঙ্গারা তাদের খাদ্য সহায়তা কমিয়ে দেওয়া, লেখাপড়ার ব্যবস্থা, বর্তমানের জীবন-যাপন নিয়ে কথা বলেছেন। একই সঙ্গে এসব রোহিঙ্গা স্বদেশ মিয়ানমারে ফেরত পাঠানোর জন্য দাবি জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির কংগ্রেস সদস্য এড কেইস ও রিপাবলিকান পার্টির রিচার্ড ম্যাকরমিকের নেতৃত্বে প্রতিনিধি দলে ১১ সদস্য এই পরিদর্শনে অংশ নেন।

সর্বশেষ খবর