বুধবার, ১৬ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত

নিজস্ব প্রতিবেদক

খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। গতকালও মেডিকেল বোর্ডের সদস্যরা সকাল ও বিকালে দুইবার বৈঠক করেছেন। সম্প্রতি তাঁর লিভারে কিছুটা জটিলতা দেখা দেয়। ডায়াবেটিস, ব্লাড প্রেসারসহ বিভিন্ন অর্গানের পরিমাপ ওঠানামা করছিল। এ জটিলতা নিয়ন্ত্রণে রাখতে তাঁর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। লিভারে পানির পরিমাণ বেড়ে যাওয়ায় যে কোনো সময় নতুন করে গুরুতর জটিলতার সৃষ্টি হতে পারে বলে আশঙ্কাও করেছেন তারা। এর ফলে তাঁর শরীরের ওজনও বেড়ে গেছে। শ্বাস-প্রশ্বাসে কষ্ট হচ্ছিল। বোর্ডের একজন সদস্যের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। এদিকে গতকাল ১৫ আগস্ট ছিল সাবেক এই প্রধানমন্ত্রীর ৭৯তম জন্মদিন। এ উপলক্ষে মূল দল বিএনপির পক্ষ থেকে আজ ১৬ আগস্ট তাঁর শারীরিক সুস্থতা কামনায় ঢাকাসহ সারা দেশে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। বেলা ১১টায় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় বিএনপি আয়োজিত মিলাদ-মাহফিলে দলের স্থায়ী কমিটির সদস্যসহ দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেবেন।

একই সময়ে ঠাকুরগাঁও পৌরসভার মির্জা রুহুল আমিন মিলনায়তনে মিলাদ-মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে সভাপতিত্ব করবেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান। এ ছাড়া আজ বিকালে ৫টায় রাজধানীর গুলশানের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠেয় মিলাদ-মাহফিল অনুষ্ঠিত হবে। এতে দোয়া ও মোনাজাত পরিচালনা করবেন জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা শাহ মো. নেছারুল হক। এ ছাড়া সারা দেশে দলীয়ভাবে জেলা, মহানগর ও উপজেলা পর্যায়ে দোয়া মাহফিলের আয়োজন করবে দলটি।

সর্বশেষ খবর