বুধবার, ১৬ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

মোদি বললেন আবার ক্ষমতায় ফিরব

প্রতিদিন ডেস্ক

মোদি বললেন আবার ক্ষমতায় ফিরব

স্বাধীনতা দিবসের সকালে দিল্লির লালকেল্লায় পতাকা তুললেন প্রধানমন্ত্রী মোদি। সেখানে দেশবাসীকে সম্বোধন করলেন ‘আমার প্রিয় পরিবারের সদস্য’ বলে। তারপর বললেন, মানুষের তাঁর ওপর ভরসা থাকলে পরের বছর ১৫ আগস্টেও তিনিই লালকেল্লায় আবার ফিরে আসবেন। অর্থাৎ, ভোটে জিতলে তিনিই প্রধানমন্ত্রী হবেন এবং জয়ের হ্যাটট্রিক করবেন। কিন্তু সেই বজ্রনির্ঘোষ ম্লান ও প্রশ্নবিদ্ধ হয়ে রইল তাঁর সরকারের বিরুদ্ধে গুরুতর আর্থিক অনিয়মের দৃষ্টান্ত জনসমক্ষে চলে আসায়। ক্ষমতার দশম বছরে নরেন্দ্র মোদির সরকারকে এই প্রথম এত গুরুতর আর্থিক দুর্নীতি ও অনিয়মের অভিযোগের মুখোমুখি দাঁড় করিয়েছে দেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি)। তাদের পেশ করা মোট আটটি রিপোর্ট ভারতীয় রাজনীতিকে সরগরম করে তুলেছে। স্বাধীনতা দিবসে মোদি মণিপুর নিয়ে প্রথম কথা বললেন। তবে সেটা অশান্তির প্রায় ৮০ দিন পর, সেটাও ৩০ সেকেন্ড। প্রধানমন্ত্রী বলেছেন, ‘পুরো দেশ মণিপুরের পাশে আছে। মোদি বলেছেন, কয়েক সপ্তাহ ধরে মণিপুরে সহিংসতা হয়েছে। অনেক মানুষ প্রাণ হারিয়েছেন। আমাদের মা, বোনেদের মর্যাদাহানি করা হয়েছে। কিন্তু এখন ধীরে ধীরে সেখানে শান্তি ফিরছে।’ মোদি বলেছেন, ‘দেশের মানুষের ভরসা যদি আমার ওপরে থাকে, তাহলে আগামী বছর আমি আবার লালকেল্লায় এভাবে ফিরে আসব। যেসব প্রকল্পের সূচনা করেছি, সেসব প্রকল্পের উদ্বোধনও আমার ভাগ্যে লেখা আছে বলে মনে হচ্ছে।

সর্বশেষ খবর