শিরোনাম
বুধবার, ১৬ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

চিহ্নিত করা হবে বঙ্গবন্ধু হত্যার কুশীলবদের

আইনমন্ত্রী আনিসুল হক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এমপি বলেছেন, বঙ্গবন্ধু হত্যার নেপথ্যের কুশীলবদের চিহ্নিত করতে একটি কমিশন গঠন করা হবে। সেই আইনের ড্রাফট প্রায় হয়ে গেছে। আমরা নতুন প্রজন্মকে দেশের সত্যিকারের ইতিহাস জানাতে চাই।

আখাউড়া রেলওয়ে স্টেশন চত্বরে গতকাল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। আইনমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধু হত্যার প্রতিশোধ আমরা হত্যা করে নিতে চাই না। আমরা দেশকে সোনার বাংলা বানিয়ে দেখাব, বঙ্গবন্ধু কোনো দিন মরবে না। বঙ্গবন্ধুকে বাংলাদেশে মারা যায় না। বঙ্গবন্ধু হত্যার কুশীলবদের চিহ্নিত করা হবে। নতুন প্রজন্ম যাতে জানতে পারে এরাই বাংলাদেশের জাতির পিতা ও তার পরিবারকে হত্যা করেছিল। দেশের ভার তাদের (খুনিদের) পরিবারের হাতে তারা (নতুন প্রজন্ম) যেন তুলে না দেয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী এতে সভাপতিত্ব করেন। আওয়ামী লীগ নেতা ও পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, অ্যাডভোকেট আব্দুল্লাহ ভূইয়া বাদল, আবদুল মমিন বাবুল প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর