বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

ঢাকা-দিল্লি সম্পর্কের গতিময়তা ধরে রাখা দরকার

নয়াদিল্লি প্রতিনিধি

ঢাকা-দিল্লি সম্পর্কের গতিময়তা ধরে রাখা দরকার

স্মিতা পন্থ

ভারত মনে করে, গত ১০ বছরে দিল্লি-ঢাকা দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে যে গতিময়তা অর্জিত হয়েছে তা অব্যাহতভাবে ধরে রাখা দরকার। এ কথা বলেছেন, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাংলাদেশ ও মিয়ানমার বিষয়ক যুগ্ম সচিব স্মিতা পন্থ। তিনি সোমবার নয়াদিল্লিতে বাংলাদেশ মিশন আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় বক্তৃতা করছিলেন। তিনি বলেন, বাংলাদেশের ঘটনাবলির সঙ্গে ভারতের নিরাপত্তা জড়িত। ফলে এমন কিছু ভারত চাইবে না যাতে নিরাপত্তা বিঘ্নিত হয়। এ আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে সাবেক হাইকমিশনার পঙ্কজ সরণ বলেন বঙ্গবন্ধু ভারত বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্কের ভিত্তি তৈরি করে গিয়েছিলেন; সেই পথ ধরে এগোতে থাকায় আজ উভয় দেশের জনগণ লাভবান হচ্ছে এবং এটা বজায় রাখলে ভবিষ্যৎ উজ্জ্বল। শ্রীমতী স্মিতা পন্থ বলেন, বাংলাদেশের মানুষ চরমপন্থা বর্জন করেছে। তাই আজ তারা স্বপ্নের সোনার বাংলা গড়তে চলেছে। সামাজিক উন্নয়ন থেকে আর্থিক প্রবৃদ্ধি বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে উত্তীর্ণ করবে। বিশ্বে বাংলাদেশ জাতিসংঘের শান্তি রক্ষা বাহিনীতে সর্বাধিক অংশগ্রহণ করেছে। তিনি ভবিষ্যতের যে রূপরেখা তুলে ধরেন তার মধ্যে রয়েছে নবায়নযোগ্য ইন্ধনশক্তি, সুন্দরবন রক্ষা এবং সৌরশক্তির সদ্ব্যবহার। পঙ্কজ সরণ বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে যে উন্নয়ন ঘটেছে তা পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার অনেক দেশের উন্নয়নকে ছাড়িয়ে গেছে। সামাজিক বিকাশের বেলায় দেশটি কিছু কিছু খাতে ভারতকেও অতিক্রম করেছে। তবে দুই দেশের মধ্যে স্থল ও সমুদ্র সীমানার সমস্যার মতো সমস্যাগুলো মিটে গেলেও এখনো অমীমাংসিত বিষয় রয়ে গেছে। তিনি বিশ্বাস করেন, অন্য যে সমস্যা সমাধান হওয়ার মতো সেগুলো সমাধান হবে যদি দুই দেশ একই পথে চলে।

সর্বশেষ খবর