বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

চিকিৎসককে হুমকি সন্ত্রাসী চিন্তা

নিজস্ব প্রতিবেদক

চিকিৎসককে হুমকি সন্ত্রাসী চিন্তা

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, সাঈদীকে চিকিৎসা দেওয়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক এস এম মোস্তফা জামানকে হত্যার হুমকি দিয়ে জামায়াত নোংরা ও সন্ত্রাসী চিন্তার বহিঃপ্রকাশ করেছে। গতকাল রাজধানীতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এস এম মোস্তফা জামান একজন চিকিৎসক হিসেবে তার (সাঈদী) চিকিৎসা করেছেন। এরপরও ওই চিকিৎসককে হত্যার হুমকি দেওয়া হয়েছে। তারা (জামায়াত) যে নোংরা চিন্তা করে, সব সময় সন্ত্রাসী চিন্তা করে, রাষ্ট্রের বিরুদ্ধে চিন্তা করে এরই প্রতিফলন এটি। ১৭ আগস্ট সারা দেশে সিরিজ বোমা হামলা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে পরিচয় করার জন্য আপনারা জঙ্গির উত্থান দেখেছেন। বাংলা ভাই, শায়েখ আবদুর রহমানের মতো অনেক জঙ্গি দেখেছেন। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলামের সভাপতিত্বে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য মিসেস ইয়াসমিন কামাল প্রমুখ।

সাঈদীর চিকিৎসকের হুমকিদাতা দুজন গ্রেফতার : মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু দণ্ডপ্রাপ্ত আসামি দেলাওয়ার হোসাইন সাঈদীর চিকিৎসক এস এম মোস্তফা জামানকে হত্যার হুমকিদাতা তফসিরুল ইসলাম (২৩) ও হাফিজা মাহবুবা বৃষ্টিকে (৩২) গতকাল গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী। এদের মধ্যে তফসিরুল ইসলামকে ঝিনাইদহের মহেশপুর থেকে গ্রেফতার করেছে র‌্যাব। সাঈদীর চিকিৎসকের দায়েরকৃত জিডির অভিযুক্ত হাফিজা মাহবুবা বৃষ্টিকে ঢাকার উত্তরা থেকে আটক করেছে ডিএমপির সিটিটিসি।

সর্বশেষ খবর