বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

ক্ষমতা ছেড়ে জাতীয় সরকার গঠন করুন

নিজস্ব প্রতিবেদক

ক্ষমতা ছেড়ে জাতীয় সরকার গঠন করুন

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর চরমোনাই বলেছেন, দেশকে সংঘাতের দিকে ঠেলে না দিয়ে ক্ষমতা ছেড়ে দিয়ে জাতীয় সরকারের ঘোষণা দিতে হবে। জনমতের প্রতি তোয়াক্কা না করে ক্ষমতায় জোর করে থাকার চেষ্টা করলে সরকারের জন্য তা সুখকর হবে না। নির্বাচন কমিশন বাতিল, জাতীয় সরকারের অধীনে সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় নির্বাচনের দাবিতে গতকাল রাজধানীর কেরানীগঞ্জে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। হাফেজ মুহাম্মদ জয়নুল আবেদীনের সভাপতিত্বে এবং হাফেজ মাওলানা জহিরুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, কেন্দ্রীয় নেতা মাওলানা গাজী আতাউর রহমান, মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন। সভায় আগামী ১৯ আগস্ট বিকাল ৪টায় বায়তুল মোকাররম উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি ঘোষণা করা হয়।

সর্বশেষ খবর