বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

নির্বাচন নিয়ে নতুন ছক করছে সরকার : ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি

আগামী নির্বাচন নিয়ে সরকার নতুন ছক তৈরি করছে, এমন দাবি করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের কাছে খবর আছে নির্বাচন সামনে রেখে সরকার বিভিন্ন জায়গায় জেলা প্রশাসক, পুলিশ সুপার, ইউএনওদের রদবদল করছে, নতুন ছক তৈরি করেছে। সরকার আবারও বিএনপি নেতাদের হয়রানি শুরু করেছে। বিএনপির শক্ত ক্যান্ডিডেট যারা আছে তাদের নামে মিথ্যা মামলায় সাজা দিয়ে আটক রাখতে চায় এ সরকার। গতকাল দুপুরে ঠাকুরগাঁও শহরের মির্জা রুহুল আমিন মিলনায়তন হল রুমে জেলা বিএনপির আয়োজনে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। বিএনপির এই মুখপাত্র বলেন, বিএনপি সরকারের আমলে কোনো সাধারণ মানুষ মামলার শিকার হয়েছে এমন কেউ বলতে পারবে না, কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলে সব চেয়ে বেশি নির্যাতনের শিকার হচ্ছে সাধারণ মানুষ। মির্জা ফখরুল আরও বলেন, আজকের আন্দোলন আমাদের অস্থিত্বের আন্দোলন, কারণ এবার তারা ক্ষমতায় এলে আমাদের কচু কাটা করে দেবে। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই সরকারের পতন ঘটাতে হবে।

সর্বশেষ খবর