বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

বাড়ছে খালেদা জিয়ার শারীরিক ঝুঁকি : চিকিৎসক

নিজস্ব প্রতিবেদক

এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মেডিকেল বোর্ডের সদস্যদের ‘ক্লোজ মনিটরিংয়ে’ রয়েছেন। ডায়াবেটিস, ব্লাড প্রেশার স্থিতিশীল থাকছে না। ওঠানামা করছে। নতুন নতুন জটিলতা দেখা দিচ্ছে। শারীরিক ঝুঁকিও বাড়ছে। গতকালও মেডিকেল বোর্ডের সদস্যরা সকাল ও সন্ধ্যায় বৈঠক করেছেন। বিভিন্ন টেস্টের রিপোর্ট পর্যালোচনা করে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন।

তাঁর ব্যক্তিগত চিকিৎসক ও দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বাংলাদেশ প্রতিদিনকে জানিয়েছেন, আরও কয়েক দিন হাসপাতালে থাকতে হতে পারে সাবেক এই প্রধানমন্ত্রীকে। নতুন নতুন জটিলতা দেখা দিচ্ছে। শারীরিক ঝুঁকিও বাড়ছে। লিভারের অবস্থা যে পর্যায়ে রয়েছে, তার পরবর্তী সুচিকিৎসা বাংলাদেশের কোনো হাসপাতালে আর সম্ভব হচ্ছে না। মেডিকেল বোর্ডের পক্ষ থেকে প্রায় প্রতিদিনই বেগম জিয়াকে সুচিকিৎসার্থে বিদেশের কোনো ‘এডভান্স মাল্টি ডিসিপ্লিনারি সেন্টারে’ নিয়ে যাওয়ার জন্য তাগিদ দেওয়া হচ্ছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের টিবলেন্ড হসপিটাল কিংবা সৌদি আরবের কিং ফয়সল এডভান্স মাল্টি ডিসিপ্লিনারি সেন্টারের মতো উন্নত স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়াটা অনিবার্য হয়ে উঠেছে। কিন্তু সরকার অনুমতি না দেওয়ায় তা সম্ভব হচ্ছে না বলে জানান ডা. জাহিদ হোসেন।

সর্বশেষ খবর