শনিবার, ১৯ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

জনস্রোত পক্ষে থাকলে নির্বাচনে আসুন

আলোচনা সভায় আমু

নিজস্ব প্রতিবেদক

জনস্রোত পক্ষে থাকলে নির্বাচনে আসুন

বিএনপিকে উদ্দেশ করে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, জনস্রোত আপনাদের পক্ষে থাকলে নির্বাচনে এসে প্রমাণ করুন জনগণ কোন সরকার চায়। কিন্তু নির্বাচনে না এসে অনির্বাচিত সরকার আনার ষড়যন্ত্র করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করলে সেটি হতে দেওয়া হবে না। গতকাল এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে ১৪ দলের এই সভা হয়। সভায় বক্তব্য দেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাতীয় পার্টির (জেপি) সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাৎ হোসেন, বাসদের আহ্বায়ক রেজাউর রশীদ খান, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, অ্যাডভোকেট কামরুল ইসলাম, ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য কামরুল আহসান খান, গণ আজাদী লীগের এসকে শিকদার প্রমুখ। সভাপতির বক্তব্যে আমির হোসেন আমু বলেন, জনস্রোতের বিরুদ্ধে কখনো কোনো কারচুপির নির্বাচন করা যায় না। কারও পক্ষে জনস্রোত থাকলে প্রশাসন তাকে জোর করে নির্বাচনে হারিয়েও দিতে পারে না। সংবিধানের ভিত্তিতে দেশ পরিচালিত হচ্ছে। আমরা সংবিধানের ভিত্তিতে আগামী নির্বাচন চাই। সংবিধানের ভিত্তিতে সেই নির্বাচনে আসতে সবাইকে আহ্বান জানাই।

সর্বশেষ খবর