শনিবার, ১৯ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

জনগণ এবার জেগে উঠেছে

নিজস্ব প্রতিবেদক

জনগণ এবার জেগে উঠেছে

লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম বলেছেন, জনগণ জেগে উঠেছে। প্রশাসন আর এ সরকারকে রক্ষা করতে পারবে না। এখন সরকারের সামনে একটিই পথ খোলা- তা হলো সসম্মানে পদত্যাগ করা। সংসদ বিলুপ্ত করা এবং তত্ত্বাবধায়ক সরকার গঠন করে সবার কাছে গ্রহণযোগ্য, অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করা। গতকাল রাজধানীর পূর্ব পান্থপথে এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এলডিপি আয়োজিত গণমিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মিছিলটি মালিবাগ মোড়ে গিয়ে শেষ হয়। অলি আহমদ আরও বলেন, দেরি করলে এবং অহংকার করে ক্ষমতা আঁকড়ে রাখার চেষ্টা করলে, দেশ অরাজকতার দিকে যাবে। তখন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। ফলে সময় থাকতে সতর্ক হোন। তিনি বলেন, বর্তমানে দেশের অর্থনীতি টালমাটাল। মোট বৈদেশিক ঋণ প্রায় ১১৪ বিলিয়ন ডলার। রিজার্ভ হ্রাস পেয়ে ২০ বিলিয়নে ঠেকেছে। আগামী ডিসেম্বরের মধ্যে প্রায় ১২ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করতে হবে। প্রতি মাসে প্রয়োজন প্রায় ৭ বিলিয়ন ডলার। এদিকে প্রত্যেক ব্যাংকে তারল্য সংকট দেখা দিয়েছে। গণমিছিলে দলের কেন্দ্রীয় নেতারা অংশ নেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর