শনিবার, ১৯ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

ইউক্রেনের ড্রোনে মস্কোর ভবন ক্ষতিগ্রস্ত বিমান চলাচল ব্যাহত

প্রতিদিন ডেস্ক

ইউক্রেনীয় ড্রোন হামলায় রাশিয়ার রাজধানী মস্কোয় একটি ভবনের দেয়াল ভেঙে গেছে। এ ঘটনায় কিছু সময়ের জন্য মস্কো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান চলাচল বন্ধ রাখা হয়। ড্রোন হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। সূত্র : রয়টার্স, বিবিসি।

খবরে বলা হয়, গতকাল ভোর ৪টা নাগাদ মস্কো শহরের কেন্দ্রস্থলে ইউক্রেনের ড্রোন হামলা হয়। এ সময় বিস্ফোরণের বিকট শব্দ শোনা গেছে। রাশিয়ার এয়ার ডিফেন্স সিস্টেম ড্রোনটিকে ধ্বংস করে দেয়। ড্রোন হামলায় ক্রেমলিন থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে এক্সপো সেন্টার নামের মেলা প্রাঙ্গণের এক বহুতলের একটি দেয়াল ক্ষতিগ্রস্ত হয়। এক প্রত্যক্ষদর্শী গণমাধ্যমকে জানিয়েছেন, বিস্ফোরণ বেশ শক্তিশালী ছিল। রুশ সংবাদ মাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে বহুতল ভবনের কাছে কালো ধোঁয়া দেখা যাচ্ছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই হামলার জন্য ইউক্রেনকে দায়ী করেছে। ইউক্রেন অবশ্য বিষয়টি সম্পর্কে কোনো মন্তব্য করেনি। মস্কো শহরের মেয়র সের্গেই সবিয়ানিন জানিয়েছেন, জরুরি পরিষেবা কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গেলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ভবনটিরও তেমন ক্ষতি হয়নি। এক্সপো সেন্টারের মেলা প্রাঙ্গণে একটি প্যাভিলিয়নের প্রাচীর আংশিকভাবে ভেঙে পড়েছে। এ ঘটনার জের ধরে আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল কিছু সময়ের জন্য বন্ধ রাখা হয়েছিল।

সর্বশেষ খবর