শনিবার, ১৯ আগস্ট, ২০২৩ ০০:০০ টা
কানাডায় দাবানল

ধোঁয়ায় ঢেকে গেছে নিউইয়র্কের আকাশ পালাচ্ছে মানুষ

প্রতিদিন ডেস্ক

কানাডার দাবানল ভয়াবহ আকার নিয়েছে। আগুনের ধোঁয়া কানাডা ছাড়িয়ে নিউইয়র্কের আকাশ ঢেকে ফেলেছে। এ অবস্থায় আতঙ্কিত মানুষ বিমানে করে কানাডা থেকে পালানো শুরু করেছে। সূত্র : এএফপি, রয়টার্স। প্রাপ্ত খবর অনুযায়ী, গত মাসে পশ্চিম কানাডায় আগুন ছড়িয়ে পড়ার পর সম্প্রতি এটি আটলান্টিক মহাসাগর উপকূলের নোভা স্কশিয়া প্রদেশেও ছড়িয়ে পড়ে। এরপর এ সপ্তাহে দাবানল কুইবেকে আঘাত হানে। বর্তমানে এ প্রদেশটিই দাবানলের কেন্দ্রস্থল। ১৪০টি জায়গায় জ্বলছে দাবানলের আগুন। কুইবেকের আগুনের ধোঁয়া অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়েছে। কানাডার অন্যান্য শহর, এমনকি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কেও পৌঁছেছে সে ধোঁয়া। নিউইয়র্কের ম্যানহাটনে ধোঁয়া ও কুয়াশার কারণে আকাশ দেখা যাচ্ছে না। কুইবেক প্রদেশের ফায়ার সার্ভিসের কর্মীরা ১৪০টি স্থানে ছড়িয়ে পড়া আগুন নেভাতে প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন। বেশির ভাগ ক্ষেত্রেই এগুলো ‘নিয়ন্ত্রণের বাইরে’ বলে উল্লেখ করা হয়েছে। কর্তৃপক্ষ আশা করছেন বাড়তি কর্মী নিয়োগ ও বৃষ্টিপাত হলে পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এ ঘটনাকে, ‘কানাডার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দাবানল মৌসুম’ বলে অভিহিত করেছেন। বুধবার পর্যন্ত কানাডার প্রায় ৩৮ লাখ হেক্টর জমি পুড়ে গেছে এবং ২০ হাজারেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এ সংখ্যা আরও বাড়তে পারে। তার কারণ হাজারো মানুষকে কালবিলম্ব না করে কুইবেক ছেড়ে অন্য জায়গায় চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এমন ঘোষণার পর ইয়োলোনাইফের সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক দেখা দিয়েছে। সেখানকার বাসিন্দারা শহর ছাড়ার জন্য সব ধরনের চেষ্টা করছেন। বিশেষ করে উদ্ধারকারী বিমানে করে পালাচ্ছেন তারা। গতকাল সেখানকার মানুষকে সরিয়ে নিতে অন্তত ২২টি ফ্লাইট পরিচালনা করা হয়েছে।

সর্বশেষ খবর