রবিবার, ২০ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১৩ মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৮৩ জন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে মোট ৪৬৬ জনের। আক্রান্ত হয়েছেন ৯৭ হাজার ৮৬০ জন। গতকাল স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গত এক দিনে ঢাকা সিটির মধ্যে আক্রান্ত হয়েছেন ৭৩৮ জন। মারা গেছেন আটজন। ঢাকা সিটির বাইরে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৪৫ জন। মারা গেছেন পাঁচজন। এখন পর্যন্ত মোট আক্রান্তের ৯১ ভাগ রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। মৃত্যুর হার শূন্য দশমিক ৫ শতাংশ। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ৭ হাজার ৮৯৫ জন। এর মধ্যে ঢাকা সিটির হাসপাতালগুলোতে ভর্তি আছেন ৩ হাজার ৬৯১ জন ও ঢাকা সিটির বাইরে হাসপাতালে ভর্তি আছেন ৪ হাজার ২০৪ জন।

সর্বশেষ খবর