সোমবার, ২১ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

প্রবাসীরা ১৮ দিনে পাঠালেন ১১ হাজার ৩৯৪ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক

আগস্টের প্রথম ১৮ দিনে বৈধ বা ব্যাংকিং চ্যানেলে ১০৪ কোটি ৫ লাখ মার্কিন ডলার পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। প্রতি ডলার ১০৯ টাকা ৫০ পয়সা ধরে দেশীয় মুদ্রায় রেমিট্যান্সের পরিমাণ ১১ হাজার ৩৯৪ কোটি টাকা। গতকাল কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। এ ধারা অব্যাহত থাকলে আগস্ট মাস শেষে (৩১ দিনে) প্রবাসী আয় দাঁড়াবে ১৭৯ কোটি ডলার বা সাড়ে ১৯ হাজার কোটি টাকা। চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে রেমিট্যান্স এসেছে ১৯৭ কোটি ৩১ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, প্রাপ্ত রেমিট্যান্সের মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ১১ কোটি ৭৮ লাখ ৮০ হাজার ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ১ কোটি ৯৯ লাখ ৬০ হাজার মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ৮৯ কোটি ৯০ লাখ ৬০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৬ লাখ ৯০ হাজার মার্কিন ডলার। জানা যায়, রেমিট্যান্স বাড়াতে কেন্দ্রীয় ব্যাংক ফরম সি পূরণ করার শর্ত শিথিল করেছে। এ ছাড়া সেবা খাতের উদ্যোক্তা ও রপ্তানিকারকদের ঘোষণা ছাড়াই ২০ হাজার মার্কিন ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা দেশে আনার সুযোগ দেওয়া হয়েছে।

সদ্য বিদায়ী ২০২২-২৩ অর্থবছরে মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ১৬১ কোটি ৭ লাখ মার্কিন ডলার। আগের ২০২১-২০২২ অর্থবছরে মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ১০৩ কোটি ১৭ লাখ মার্কিন ডলার। ২ হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ মার্কিন ডলার বা দেশের সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল ২০২০-২১ অর্থবছরে।

সর্বশেষ খবর