সোমবার, ২১ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

চমক দেখিয়ে মহিলা ফুটবলে বিশ্বসেরা স্পেন

ক্রীড়া প্রতিবেদক

চমক দেখিয়ে মহিলা ফুটবলে বিশ্বসেরা স্পেন

স্পেন ও ইংল্যান্ড দুই দলেরই হাতছানি ছিল ইতিহাস লেখার। দুই দলই প্রথমবারের মতো মহিলা বিশ্বকাপের ফাইনাল খেলেছে। ২৯ মিনিটে অধিনায়ক ওলগা কারমনার গোলে বাজিমাত করেছে স্পেন। সিডনি স্টেডিয়ামে প্রায় ৭৬ হাজার দর্শকের উপস্থিতিতে স্পেন ১-০ গোলে ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। জার্মানির পর দ্বিতীয় দল হিসেবে পুরুষ ও মহিলা বিশ্বকাপের শিরোপা জিতেছে স্পেন। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল স্পেন পুরুষ দল। ২০২৩ সালে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপে শিরোপা জিতল স্পেন মহিলা দল। হাতছানি ছিল ইংল্যান্ডেরও। ১৯৬৬ সালে ঘরের মাঠে পুরুষদের বিশ্বকাপ জিতেছিল। এবার মহিলা দল জিতলে জার্মানির পাশে নাম লেখাত ইংল্যান্ড। জার্মান পুরুষ দল ১৯৫৪, ১৯৭৪, ১৯৯০ ও ২০১৪ সালে বিশ্বকাপ জেতে এবং জার্মান মহিলা দল বিশ্বকাপ জেতে ২০০৩ ও ২০০৭ সালে।

গতকাল ফাইনালে যোগ করা হয় ১৩ মিনিট; যা মহিলা বিশ্বকাপের ইতিহাসে বিরল। অথচ কোনো গোলের সুযোগ সৃষ্টি করতে পারেননি ইংলিশ মহিলা ফুটবলাররা। স্পেন দ্বিতীয়ার্ধে একটি পেনাল্টি পেয়েও মিস করে। ৬৯ মিনিটে পেনাল্টি মিস করেন জেনিফার এরমোসো। স্পেনিশ স্ট্রাইকার মিস না করলে ম্যাচের ফল ২-০ হতেও পারত। ফাইনালে অবশ্য ফেবারিট ছিল ইংল্যান্ড। কেননা দলটি বর্তমান ইউরোপিয়ান চ্যাম্পিয়ন। স্পেন এর আগে মাত্র দুবার মহিলা বিশ্বকাপ খেলেছে। একবার নকআউট পর্ব খেলেছিল। আগের দুই আসরে ৭ ম্যাচে দলটির জয় ছিল মাত্র একটি। এবার সব ফেবারিটকে পেছনে ফেলে, সবাইকে চমকে দিয়ে ৭ ম্যাচে ৬টিতে জিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে স্পেন।

সর্বশেষ খবর