শিরোনাম
বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

পরিবর্তন আনতে বড় ঝাঁকুনি দরকার : ফখরুল

নিজস্ব প্রতিবেদক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ নিজেদের দেশের মালিক মনে করে। ‘পরিবর্তন’ আনতে হলে বড় রকমের ঝাঁকুনি-সংগ্রাম দরকার। সুনামির মতো অভ্যুথান ছাড়া এই দানবকে সরানো সম্ভব নয়। সে সংগ্রামে আমরা আছি। কিন্তু তা যথেষ্ট কি না, কেন এখনো গণ অভ্যুথান হচ্ছে না- এসব আমাদের এখনই চিন্তা করতে হবে। মির্জা ফখরুল মঙ্গলবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। গণ অধিকার পরিষদ (নুরুল-রাশেদ) ‘নাগরিকদের সাংবিধানিক ও মানবাধিকার সুরক্ষা’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে। পরিষদের সভাপতি নুরুল হক নূরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খানের পরিচালনায় এতে বক্তৃতা করেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, এবি পার্টির আহ্বায়ক সোলায়মান চৌধুরী, জাতীয় পার্টির (কাজী জাফর) মহাসচিব আহসান হাবিব, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, শাকিল উজ্জামান, শহিদুল ইসলাম, ফাতেমা তাসনিম, নুরে এরশাদ সিদ্দিকী প্রমুখ। মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক শিষ্টাচার নেই। তাদের নেতারা বলছেন, আমার থেকে জঘন্য মিথ্যাবাদী নাকি কেউ নেই। তারা যে ভাষায় কথা বলতে অভ্যস্ত, আমরা সে ভাষায় অভ্যস্ত নই। তারা নাম ধরে গালিগালাজ করে, এটা কোনো রাজনৈতিক শিষ্টাচার নয়। আওয়ামী লীগের শরীরী ভাষাটাই সন্ত্রাসী।

সস্ত্রীক সিঙ্গাপুর যাচ্ছেন : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তাঁর স্ত্রী রাহাত আরা বেগম চিকিৎসার জন্য আজ সিঙ্গাপুরে যাচ্ছেন। কয়েক বছর আগে মির্জা ফখরুলের ঘাড়ে ইন্টারনাল ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়ে। এ ছাড়া তাঁর গলার ধমনিতে রক্ত চলাচলেও জটিলতা সৃষ্টি হয়েছিল। তখন সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে তাঁর চিকিৎসা করা হয়। ফলোআপের জন্য তাঁকে ওই হাসপাতালে যেতে হচ্ছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, নতুন করে তার কিছু শারীরিক সমস্যা দেখা দিয়েছে। সে কারণে চিকিৎসকদের পরামর্শে তাঁকে সিঙ্গাপুর যেতে হচ্ছে। আর স্ত্রী রাহাত আরা বেগমের আগে থেকেই সিঙ্গাপুরে চিকিৎসকের কাছ থেকে সময় নেওয়া ছিল। সম্প্রতি তাঁর অস্ত্রোপচার হয়েছে। তিনি সিঙ্গাপুরের র‌্যাফেলস হাসপাতালে চিকিৎসা নেবেন।

সর্বশেষ খবর