শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

ডেঙ্গু টেস্টে দীর্ঘ লাইন, ভোগান্তি

আরও আটজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

ডেঙ্গু টেস্টে দীর্ঘ লাইন, ভোগান্তি

রাজধানীতে ডেঙ্গুজ্বর ভয়াবহ আকার ধারণ করছে। চিকিৎসা ও পরীক্ষায় রোগীর ভোগান্তি বাড়ছে দিন দিন। সরকারি কিংবা বেসরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার জন্য দীর্ঘলাইনে অপেক্ষা করতে হচ্ছে রোগীদের। গতকাল ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ২০১ জন, মারা গেছেন আটজন।

গত মঙ্গলবার মালিবাগের পদ্মা ডায়াগনস্টিক সেন্টারে ছেলেকে নিয়ে ডেঙ্গু পরীক্ষা করাতে যান বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত মো. রফিকুল ইসলাম। শিশুদের জন্য আলাদা ব্যবস্থা থাকায় দ্রুতই পেয়ে যান টেস্টের জন্য রক্ত দেওয়ার সিরিয়াল। কিন্তু রাতে রিপোর্ট সংগ্রহ করতে গিয়ে হয় বিপত্তি। তিনি এ প্রতিবেদককে বলেন, ওইদিন ডায়াগনস্টিক সেন্টারে কমপক্ষে পাঁচ শতাধিক মানুষ এসেছিলেন বিভিন্ন পরীক্ষা করাতে। এর মধ্যে ৯০ ভাগই ডেঙ্গুর উপসর্গ নিয়ে টেস্ট করতে এসেছিলেন। রাত ৮টায় রিপোর্ট দেওয়ার কথা থাকলেও সেখানে উপস্থিত হয়ে জানতে পারেন রাত ৯টার পর দেওয়া হবে রিপোর্ট। এ সময় তিল ধারণের ঠাঁই ছিল না সেখানে। মানুষের প্রচুর ভিড় থাকায় এসির মধ্যেও ঘাম ঝরছিল রিপোর্ট নিতে আসা রোগী ও স্বজনদের। সাড়ে ৯টার পর ছেলের ডেঙ্গুর রিপোর্ট হাতে পান তিনি। বেসরকারি কিছু হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টারে নারী ও শিশুদের জন্য পৃথক ব্যবস্থা থাকলেও অধিকাংশ হাসপাতালে তা নেই। আবার নারী-শিশুদের জন্য পরীক্ষার পৃথক ব্যবস্থা থাকলেও রিপোর্ট সংগ্রহ করতে নেই সে সুবিধা। ফলে রোগী বা স্বজনদের ভোগান্তি পোহাতে হয়। স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা যায়, গতকাল ২ হাজার ২০১ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে দেশে আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৮ হাজার ৬৩০ জনে। এ ছাড়া ডেঙ্গু জ্বরে এক দিনে সারা দেশে আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১৪ জনে। গতকাল ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ২ হাজার ২০১ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৯২৬ জন। ঢাকার বাইরের ১ হাজার ২৭৫ জন। গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গুতে যে আটজনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে ছয়জন ঢাকার এবং দুজন ঢাকার বাইরের বাসিন্দা। চলতি বছরের ১ জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮ হাজার ৬৩০ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৫১ হাজার ২৭ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৫৫ হাজার ৪০২ জন। এ ছাড়া এখন পর্যন্ত হাসপাতাল থেকে মোট ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ১৭৪ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৪৭ হাজার ৮১০ জন এবং ঢাকার বাইরের ৫২ হাজার ৩৬৪ জন।

সর্বশেষ খবর