শনিবার, ২৬ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

জমে থাকা পানি সড়কের শত্রু

ইঞ্জিনিয়ার আবদুস সবুর

নিজস্ব প্রতিবেদক

জমে থাকা পানি সড়কের শত্রু

ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট অব বাংলাদেশ (আইইবি) প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার আবদুস সবুর বলেছেন, পিচ ঢালাই সড়কের প্রধান শত্রু হলো জমে থাকা পানি। সড়কে পানি জমলে রাস্তা নষ্ট হবেই। সড়ক ঠিক রাখতে হলে সিটি করপোরেশনকে ড্রেনেজ ব্যবস্থা ভালো রাখতে হবে, যেন বৃষ্টি হলে সড়ক থেকে পানি সরে যায়। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। আবদুস সবুর বলেন, ‘আপনি দেখবেন বৃষ্টি হলে অধিকাংশ সড়কের খানাখন্দ সৃষ্টি হয়। সবচেয়ে বেশি হয় বর্ষাকালে। সুতরাং যেসব এলাকায় পানি জমে সে এলাকায় আরসিসি ঢালাই রাস্তা করতে হবে। আরসিসি ঢালাই রাস্তায় পানি জমলে তেমন সমস্যা হয় না।’ তিনি বলেন, সিটি করপোরেশনকে সড়ক সংস্কার কাজ তদারকি করতে হবে। কাজের মান যাচাই করতে হবে, যেন সড়ক সংস্কারে কাজের গুনগত মান যেন ঠিক থাকে। তাহলে সড়ক দ্রুত নষ্ট হবে না।

সর্বশেষ খবর