শিরোনাম
শনিবার, ২৬ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

বই ছাপাতে সংকট নেই

চাঁদপুর প্রতিনিধি

বই ছাপাতে সংকট নেই

আগামী শিক্ষাবর্ষে বই ছাপাতে কাগজ কিংবা বিদ্যুতের সংকট নেই বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, ‘গত বছর কাগজ, বিদ্যুৎসহ অন্য সংকট থাকলেও এ বছর তা নেই। ইতোমধ্যে প্রাথমিকের বই ছাপানোর টেন্ডার সম্পন্ন হয়েছে। মাধ্যমিকের টেন্ডার প্রক্রিয়া চলমান। খুব শিগগিরই সব টেন্ডার কাজ শেষ হবে। আশা করি আগামী বছর যথাসময়ে সব বই উপজেলাগুলোয় পৌঁছে যাবে এবং ১ জানুয়ারি আমরা বই উৎসব করতে পারব।’ গতকাল দুপুরে চাঁদপুর সার্কিট হাউসে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে প্রশাসনের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘তৃণমূল থেকে আমাদের যে সংগঠন, তা খুবই শক্তিশালী। কারণ আওয়ামী লীগের প্রাণ তৃণমূল। সামনে জাতীয় সংসদ নির্বাচন। আওয়ামী লীগ একটি বড় দল। সেই বড় দলে অনেক যোগ্য প্রার্থী আছেন। যে কারণে স্বাভাবিকভাবেই রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে। সে ক্ষেত্রে সুস্থ প্রতিযোগিতা থাকা উচিত।’ এ সময় চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল, ফরিদগঞ্জ উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমানসহ স্থানীয় আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর