রবিবার, ২৭ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

রোহিঙ্গা এ অঞ্চলের সমস্যা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

রোহিঙ্গা এ অঞ্চলের সমস্যা

রোহিঙ্গা উদ্বাস্তু ক্যাম্পগুলো ধর্মান্ধতা ও জঙ্গিগোষ্ঠীগুলোর সদস্য সংগ্রহের কেন্দ্রে পরিণত হয়েছে উল্লেখ করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, এটা একটা সংকট। তবে এটা বাংলাদেশের একার সমস্যা বা সংকট নয়। বরং এটি এ অঞ্চলের সমস্যা। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সেন্টার ফর জেনোসাইড স্টাডিজ-এর উদ্যোগে ‘জেনোসাইড অ্যান্ড জাস্টিস : বাংলাদেশস রেসপন্স টু দ্য রোহিঙ্গা ক্রাইসিস’ শীর্ষক এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন। সেমিনারের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। সেন্টারের পরিচালক অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ। সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান, ইউএনএইচসিআর-এর প্রতিনিধি জোহান্স ভ্যানদার ক্ল্যাও, নিরাপত্তা বিশেষজ্ঞ এয়ার কমোডর (অব.) ইশফাক এলাহী চৌধুরী, মাইগ্রেশন বিশেষজ্ঞ আসিফ মুনির ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সিপিজে (গবেষণা)-এর পরিচালক ড. এম সঞ্জীব হোসেন বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন আইন বিভাগের অধ্যাপক ড. জামিলা এ চৌধুরী।

তথ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি অন্যদিকে সরে গেছে। বিদেশি রাষ্ট্র, আন্তর্জাতিক সংস্থা বা জাতিসংঘের প্রতিনিধিরা রোহিঙ্গা প্রত্যাবর্তনের বিষয়ে বেশি কথা বলেন না। ওআইসি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে এ ব্যাপারে দুটি মামলা করেছে। আমাদের ও আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব হলো আদালতকে সাহায্য করা। রোহিঙ্গাদের কয়েকজনকে কানাডা, ইউরোপ বা আমেরিকায় নিয়ে যাওয়া কোনো স্থায়ী সমাধান নয়। বরং এটা সমস্যাকে বাড়িয়ে তুলছে। হাছান মাহমুদ বলেন, সব অধিকার দিয়ে মর্যাদার সঙ্গে রোহিঙ্গা উদ্বাস্তুদের নিরাপদ প্রত্যাবাসন হলো এ সমস্যার একমাত্র সমাধান। আন্তর্জাতিক সম্প্রদায়কে এ ব্যাপারে মিয়ানমারকে চাপ দিতে হবে। কেননা রোহিঙ্গারা তাদের নাগরিক।

সর্বশেষ খবর