শিরোনাম
রবিবার, ২৭ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

রাতের নির্বাচন আমরা চাই না

নিজস্ব প্রতিবেদক

রাতের নির্বাচন আমরা চাই না

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, যে নির্বাচনে দিনের ভোট রাতে হয়, সে নির্বাচন আমরা চাই না। গণতন্ত্র নেই, বাকস্বাধীনতা নেই এমন দেশ আমরা চাই না। আমরা দীর্ঘদিন এর প্রতিবাদ জানিয়ে আসছি। সরকার শুনেনি। প্রধানমন্ত্রী নিজেই আমাদের আন্দোলনের দিকে ঠেলে দিয়েছে। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনলাইন প্রবাসী বিএনপি সমর্থক পরিষদের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। নোমান বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়েছে। একদফা মানেই ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটিয়ে দেশে পরিবর্তন আনা হবে। এ আন্দোলনে জনসম্পৃক্ততা সৃষ্টি হয়েছে। কিন্তু সরকার কিছুতেই এ জনদাবি মানতে চাইবে না। কারণ, এরা জনবিচ্ছিন্ন। এ সরকারকে আজ দেশ-বিদেশের সবাই ধিক্কার জানাচ্ছে। জিয়া প্রজন্ম দলের চেয়ারম্যান পারভীন কাওসার মুন্নীর সভাপতিত্বে সংগঠনের মহাসচিব সারোয়ার হোসেন রুবেলের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন, সহ স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক শাম্মী আক্তার, সহসাংগঠনিক সম্পাদক ভিপি হারুনুর রশিদ।

 

সর্বশেষ খবর