মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

চুন্নু বললেন তিনি সিঙ্গাপুর যাননি

নিজস্ব প্রতিবেদক

জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বলেছেন, তিনি সিঙ্গাপুর যাননি। চিকিৎসার জন্য থাইল্যান্ডে গিয়েছিলেন। গতকাল ফিরেছেন দেশে। অন্যদিকে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম জানিয়েছেন তিনি দেশেই রয়েছেন। গত দুই দিন ধরে নির্বাচনী এলাকায় অবস্থান করছেন। বাংলাদেশ প্রতিদিন-এ সোমবার প্রকাশিত ‘বিএনপি-জাপা বৈঠক সিঙ্গাপুরে’ শীর্ষক সংবাদের একাংশের প্রতিবাদ জানিয়ে প্রতিবাদলিপিতে তারা এসব কথা জানান। প্রতিবাদলিপিতে জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বলেন, প্রকাশিত সংবাদে বলা হয়েছে, থাই এয়ারওয়েজ-এর একটি বিমানে থাইল্যান্ডে যাত্রা বিরতি করে সিঙ্গাপুর গেছেন জাতীয় পার্টি মহাসচিব। প্রকৃতপক্ষে, থাই এয়ার ওয়েজ নয়, বাংলাদেশ বিমানে সস্ত্রীক থাইল্যান্ড গেছেন জাতীয় পার্টির মহাসচিব। থাইল্যান্ডের ব্যাংককে বামরুনগ্রাদ হাসপাতালে স্ত্রীর চিকিৎসার জন্য থাইল্যান্ডে গিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। প্রতিবাদলিপিতে বলা হয়, গেল ৪-৫ বছরে সিঙ্গাপুর যাননি জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু। প্রতিবাদলিপিতে আরও বলা হয়- সংবাদে বলা হয়েছে, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম এমপিও জাতীয় পার্টি মহাসচিবের সঙ্গে রয়েছেন। প্রকৃতপক্ষে, ফখরুল ইমাম এমপি দেশেই রয়েছেন। তিনি দুই দিন ধরে তার নির্বাচনী এলাকা ময়মনসিংহের ইশ^রগঞ্জে অবস্থান করছেন। অন্যদিকে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম এমপির পাঠানো এক প্রতিবাদলিপিতে বলা হয়, ফখরুল ইমাম বলেছেন- গত বৃহস্পতিবার থেকে আমি দেশেই আছি। বর্তমানে আমার এলাকায় আমার মানুষের মাঝেই আছি। তিনি আরও বলেন, আমার জানা মতে মহাসচিবও চিকিৎসার জন্য থাইল্যান্ড গিয়েছেন সিঙ্গাপুর নয়।

সর্বশেষ খবর