বুধবার, ৩০ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

ডেঙ্গুতে আরও ১৩ জনের প্রাণহানি

নিজস্ব প্রতিবেদক

দেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। ডেঙ্গু আক্রান্ত হয়ে গতকাল সারা দেশে ১৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৫৬৯ জন। চলতি মাসে ডেঙ্গুজ্বরে আক্রান্ত ও মৃত্যু সব রেকর্ড ছাড়িয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে জানা যায়, গতকাল নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ২৯১ জন। এর মধ্যে ঢাকার বাসিন্দা ৯২০ জন, আর ঢাকার বাইরের এক হাজার ৩৭১ জন। এ নিয়ে চলতি বছর দেশে আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ১৯ হাজার ১৩৩ জনে। ডেঙ্গুতে মারা যাওয়া ১৩ জনের মধ্যে সাতজন ঢাকা সিটির এবং ছয়জন ঢাকার বাইরের বাসিন্দা।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এক লাখ ১৯ হাজার ১৩৩ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৫৬ হাজার ২৪৭ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৬২ হাজার ৮৮৬ জন। এ ছাড়া এ পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ১০ হাজার ৩৪৬ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৫১ হাজার ৯৯২ জন এবং ঢাকার বাইরের ৫৮ হাজার ৩৫৪ জন। এর আগে ২০২২ সালে ডেঙ্গুতে ২৮১ জন মারা যান। ওই বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন। ২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গু সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ সালে সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। একই বছর দেশব্যাপী ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিল। ঢাকার চেয়ে এখন বাইরে রোগী বেশি।

আমাদের নিজস্ব প্রতিবেদক, বরিশাল জানান, বরিশাল বিভাগে গতকাল ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন ৭৬১ জন রোগী। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের দৈনন্দিন তথ্য অনুযায়ী, গতকাল শেরেবাংলা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় গৌরনদীর শাহনাজ বেগম (৬৫) এবং ভোলার ফরিদা বেগমের (৩৭) মৃত্যু হয়েছে। পিরোজপুরের মঠবাড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় শাহআলম (৭০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে শেরেবাংলা মেডিকেলে ২৭ জনসহ বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ৪০ জন রোগীর মৃত্যু হলো।

 

সর্বশেষ খবর