শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা
আক্রান্ত ৫৮ ভাগই আগস্টে

ডেঙ্গুতে আরও ১৭ মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

ডেঙ্গুতে আরও ১৭ মৃত্যু

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৩০৮ জন। শুধু সদ্যসমাপ্ত আগস্টেই আক্রান্ত হয়েছেন ৭১ হাজার ৯৭৬ জন, যা চলতি বছরে মোট আক্রান্তের ৫৮ ভাগ। এর আগের সাত মাসে মোট আক্রান্ত হয়েছিলেন ৫১ হাজার ৮৩২ জন। এ ছাড়া ২০২২ সালে মোট আক্রান্ত হয়েছিলেন ৬২ হাজার ২৮২ জন, যা গত এক মাসের চেয়ে কম। চলতি বছরে ডেঙ্গুতে মারা গেছেন মোট ৫৯৩ জন, যার ৩৪২ জনেরই (৫৭.৬৭ ভাগ) মৃত্যু হয়েছে গত আগস্টে। গতকাল স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। এদিকে ডেঙ্গু আক্রান্তে আগের পাঁচ বছরের রেকর্ড ভেঙেছে চলতি বছর। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত সর্বোচ্চ ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছিল ২০১৯ সালে ১ লাখ ১ হাজার ৩৫৪ জন। চলতি বছর ২১ আগস্টেই সেই রেকর্ড ভেঙে যায়। গতকাল পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ লাখ ২৩ হাজার ৮০৮ জন। স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা সিটিতে ৮৭৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। মারা গেছেন ১৬ জন। ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৩৩ জন। মারা গেছেন একজন। গতকাল সারা দেশে ৮ হাজার ৩৭৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি ছিলেন। চলতি বছর মোট আক্রান্তের ৯৩ ভাগ রোগী সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন। তবে আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্যানুযায়ী, অনেক ডেঙ্গু রোগী সুস্থ হয়ে বাড়িতে ফেরার পরও নানা ধরনের শারীরিক সমস্যায় পড়েছেন। চলতি বছরের আগস্ট পর্যন্ত মোট আক্রান্তের মধ্যে ৪৬ হাজার ৯৪৩ জন নারী ও ৭৬ হাজার ৮৬৫ জন পুরুষ। ১০ বছরের কম বয়সী শিশু আক্রান্ত হয়েছে ১৪ হাজার ৬৯২ জন। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ২১ থেকে ২৫ বছর বয়সীরা। মোট আক্রান্তের ৬২ ভাগ পুরুষ হলেও মৃত্যু বেশি হয়েছে নারীর। গতকাল পর্যন্ত মোট মৃত্যুর ২৪৮ জন ছিলেন পুরুষ ও ৩৪৫ জন নারী। দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হয়েছিল গত বছর ২৮১ জন। চলতি বছর অনেক আগেই সেই রেকর্ড ভেঙে গেছে।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর