শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

অর্থনৈতিক গতি ধরে রাখতে রাজনৈতিক স্থিতিশীলতা অপরিহার্য

নিজস্ব প্রতিবেদক

অর্থনৈতিক গতি ধরে রাখতে রাজনৈতিক স্থিতিশীলতা অপরিহার্য

ড. আহসান এইচ মনসুর

বর্তমান প্রেক্ষাপটে দেশের অর্থনীতির গতি ধরে রাখতে রাজনৈতিক স্থিতিশীলতা অপরিহার্য বলে মনে করেন গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর। তিনি বলেন, রাজনৈতিক অস্থিতিশীলতায় উৎপাদন ব্যাহত, রপ্তানিতে ভাটাসহ নানামুখী সমস্যার সম্মুখীন হতে পারে দেশের অর্থনীতি। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ড. আহসান এইচ মনসুর বলেন, দেশের অর্থনীতি ভালোভাবে চালানোর জন্য পলিসিগুলো বাস্তবায়ন করতে হবে। মুদ্রানীতি টাইট, বিনিময় হার বাজারভিত্তিক এবং ব্যয় সংকোচনের মতো কঠোর পদক্ষেপ নিতে হবে। ড. আহসান এইচ মনসুর বলেন, ‘আমরা অনেকবার বলেছি, মুদ্রানীতিকে আরও টাইট করতে হবে। বাণিজ্য-ঘাটতি কমাতে হবে, এক্সপেন্ডিচার কাট করতে হবে। টাকাকে সাপোর্ট দেওয়ার জন্য সুদহার বাড়াতে হবে। রিজার্ভের পতন ঠেকানোর জন্য বৈদেশিক মুদ্রার বিনিময় হার বাজারভিত্তিক করতে হবে। এটা না করতে পারলে রিজার্ভের পতন ঠেকানো যাবে না’। তিনি আরও বলেন, এগুলো করতে হবে। এখন ডলারের সঙ্গে টাকার বিনিময় হার ব্যাংক রেটের চেয়ে অনেক বেশি কার্ব মার্কেটে। আমরা তো ভাবিনি ৮২ টাকার ডলার ১৩০ টাকা হয়ে যাবে। এখন কী করা যাবে, নীতি ঠিক করতে হবে। দীর্ঘদিন ডলারের বিনিময় হার কৃত্রিমভাবে ধরে রাখার খেসারত এখন দিতে হচ্ছে। এতদিন টাকার মান ৪০ শতাংশ অতিমূল্যায়িত ছিল। ডলার-সংকট শুরু হওয়ার পর ২৫ শতাংশের মতো টাকার অবমূল্যায়ন করা হয়েছে।

সর্বশেষ খবর