শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা
এশিয়া কাপ ক্রিকেট

ভারত-পাকিস্তান মহারণ আজ

আসিফ ইকবাল

ভারত-পাকিস্তান ম্যাচের পারদ তরতর করে ওপরে উঠছে। মহারণ ম্যাচটির অপেক্ষায় দুই দেশের ক্রিকেটপ্রেমীরা। ম্যাচটি ঘিরে গোটা বিশ্বের ক্রিকেটপ্রেমীদের মাঝে তৈরি হয়েছে সূক্ষè বিভাজন। ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে আজ বিকাল সাড়ে ৩টায় রোহিত শর্মার ভারতের প্রতিপক্ষ বাবর আজমের পাকিস্তান। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ের আড়ালে মূল লড়াই ভারতের ব্যাটিংয়ের বিপক্ষে পাকিস্তানের বোলিং।

রোহিত আক্রমণাত্মক ব্যাটিংয়ের মাস্টার। যিনি পরিচিত ‘হিটম্যান’ নামে। তার নামের পাশে ৩টি ডাবল সেঞ্চুরি!   বিরাট কোহলি বর্তমান বিশ্বের সবচেয়ে ড্যাসিং ওয়ানডে ক্রিকেটার। নামের পাশে প্রায় ১৩ হাজার রান (১২৮৯৮) এবং সেঞ্চুরি ৪৬টি! সেঞ্চুরিতে তার চেয়ে এগিয়ে শচীন টেন্ডুলকার, ৫১ সেঞ্চুরি। বর্তমান ভারতীয় ক্রিকেট দলের ব্যাটিং লাইনের মূল স্তম্ভ। এ ছাড়া রয়েছেন লোকেশ রাহুল, শুভমান গিল, সুরেশ আইয়াররা। এরা যে কোনো সময় প্রতিপক্ষ দলগুলোকে দুমড়ে-মুচড়ে তুলে নিতে পারেন জয়। মোহাম্মদ শামী, হার্দিক পান্ডিয়া থাকার পরও ভারতের মূল শক্তি ব্যাটিং। পাকিস্তানের ব্যাটিং লাইনআপও দুর্বল নয়। দলনায়ক বাবর আজম, এ মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা ব্যাটার। জেনুইন ম্যাচ উইনার। রয়েছেন মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান। তবে দলটির মূল ভরসা শাহীন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ, শাদাব খানদের নিয়ে গড়া বোলিং। পাল্লেকেলে স্টেডিয়ামে এশিয়া কাপে ভারতের আজ সুচনা ম্যাচ। পাকিস্তানের দ্বিতীয় ম্যাচ। বাবরের পাকিস্তান ইতোমধ্যেই নেপালকে ২৩৮ রানের পর্বতসমান ব্যবধানে হারিয়ে সুপার ফোরে এক পা দিয়ে রেখেছে। পাল্লেকেলেতে গত পরশু মুখোমুখি হয়েছিল স্বাগতিক শ্রীলঙ্কা ও বাংলাদেশ। পরিচিত পরিবেশের সুবিধায় জয় নিয়ে মাঠ ছাড়ে শ্রীলঙ্কা। যদিও বৃষ্টি বাধা হয়েছিল ম্যাচটিতে। আজ ভারত-পাকিস্তান ম্যাচটিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে ম্যাচটি ভেস্তে যেতে পারে বৃষ্টিতে। ম্যাচ নিয়ে তুমুল উত্তেজনা দুই প্রতিবেশী দল ও ক্রিকেটপ্রেমীদের মাঝে। দুই দল পরস্পরের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে খেলেছিল ২০১৯ সালের বিশ্বকাপে। জিতেছিল ভারত। সেঞ্চুরি করেছিলেন রোহিত শর্মা। যিনি পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ ৫ ম্যাচে সেঞ্চুরি করেছেন ২টি। যার একটি বিশ্বকাপ ও অপরটি ২০১৮ সালে দুবাইয়ে এশিয়া কাপে। ফর্মে রয়েছেন কোহলিও। যিনি সর্বশেষ ১৩ ম্যাচে রান করেছেন ৫৯৪। টি-২০ বিশ্বকাপে পাকিস্তানকে একাই হারান সেঞ্চুরিতে। সাবেক অধিনায়ক আজকের ম্যাচে পাকিস্তানের বোলিংকে সমীহ করছেন, ‘আমার মনে হয়, পাকিস্তানের মূল শক্তি হলো ওদের বোলিং। ওদের দলে দারুণ কিছু বোলার রয়েছেন, যাদের দক্ষতা আছে যে কোনো মুহূর্তে ম্যাচের ছবিটা বদলে দেওয়ার। তাই ওদের খেলতে গেলে নিজের সেরা ছন্দে থাকতে হবে।’ ভারতের বিপক্ষে খেলার আগে আত্মবিশ্বাসী পাকিস্তান অধিনায়ক, ‘ভারতের বিরুদ্ধে ম্যাচের আগে আমরা ভালো প্রস্তুতি নিয়েছি নেপালের বিপক্ষে খেলে। নেপালের বিরুদ্ধে জয় দলের আত্মবিশ্বাস বাড়াবে। প্রতিটি ম্যাচে নিজেদের ১০০ শতাংশ দেওয়ার চেষ্টা করি। আশা করি পরের ম্যাচেও এটা বজায় রাখতে পারব।’ নেপালের বিপক্ষে বাবর তার ১০৪ ম্যাচ ক্যারিয়ারের ১৯তম সেঞ্চুরি করেন। ভারত ও পাকিস্তান এখন পর্যন্ত ১৩২টি ওয়ানডে খেলেছে পরস্পরের বিপক্ষে। পাকিস্তানের ৭৩ জয়ের বিপরীতে ভারতের জয় ৫৫টি।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর