শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

ভারতের মহারাষ্ট্রে ১৯ বাংলাদেশি গ্রেফতার

কলকাতা প্রতিনিধি

অবৈধভাবে বসবাসের অভিযোগে ১৯ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে ভারতের মহারাষ্ট্র রাজ্যের পুণে পুলিশ। তাদের মধ্যে রয়েছেন ১০ জন নারী এবং ৯ জন পুরুষ।

পুলিশ জানিয়েছে, গত বৃহস্পতিবার রাতে পুণের বুধওয়ার পেঠ এলাকায় অভিযান চালিয়ে এই ১৯ জনকে আটক করা হয়। তাদের কারও কাছেই ভারত ভ্রমণের কোনো বৈধ-নথি ছিল না। পুলিশের দাবি অনুযায়ী, গত ১ আগস্ট পুণে পুলিশের সামাজিক নিরাপত্তা বিভাগের কাছে নির্দিষ্ট তথ্য আসে যে, বাংলাদেশ থেকে ভারতে আগত মানুষেরা বুধওয়ার পেঠে বসবাস করছে। প্রায় তিন মাস ধরে এই এলাকায় বসবাস করছিল ১৯ বাংলাদেশি। তাদের বিরুদ্ধে ১৪ ফরেনার্স অ্যাক্ট, পাসপোর্ট অ্যাক্টসহ স্থানীয় ফরসখানা থানায় একাধিক মামলা দায়ের করা হয়েছে। গতকাল তাদের স্থানীয় আদালতে তোলা হয়। এদিকে অবৈধ অনুপ্রবেশকারীদের খুঁজে বের করতে এবং তাদের শনাক্ত করে তার নথিপত্র যাচাই করার জন্য অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।

সর্বশেষ খবর