রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

পাকিস্তানের পেস আক্রমণে বিপর্যস্ত ভারত

ক্রীড়া প্রতিবেদক

পাকিস্তানের পেস আক্রমণে বিপর্যস্ত ভারত

শাহিন আফ্রিদী, হারিস রউফ, মোহাম্মদ নাসিমদের সাঁড়াশি বোলিং আক্রমণে বিপর্যস্ত ভারত নির্ধারিত ৫০ ওভারের আগেই অলআউট হয়। তিন পেসারের সুইং, গতি ও বাউন্সে ভেঙে পড়ে রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলিদের ব্যাটিং প্রতিরোধ। যদিও শুরুর ধাক্কা সামলে নিয়েছিলেন ঈশান কিশান ও হার্দিক পান্ডিয়া। দুজনে পঞ্চম উইকেটে জুটি গড়ে বড় স্কোরের স্বপ্ন দেখান ভারতকে। কিন্তু ইনিংসের শেষ দিকে ফের পাকিস্তানি বোলিংয়ে বেসামাল হয়ে পড়ে রোহিত বাহিনী। আফ্রিদী, নাসিম ও রউফ- পাকিস্তানের তিন পেসারের বিধ্বংসী বোলিংয়ে ৭ বল আগে ২৬৬ রানে গুটিয়ে যায় ভারত। ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে ব্যাটিংয়ের সময় বৃষ্টিতে ভারতীয় ইনিংস বন্ধ হয়েছিল দুবার। রোহিত বাহিনীকে পঞ্চম উইকেট জুটিতে কিশান ও পান্ডিয়া লড়াকু স্কোর দেন ২৩.২ ওভারে ১৩৮ রান যোগ করে। কিশান ৮২ রান করেন ৮১ বলে ৯ চার ও ২ ছক্কায়। পান্ডিয়ার ৮৭ রানের ইনিংসটি সাজানো ছিল ৯০ বলে ৭ চার ও এক ছক্কায়। ভারতীয় ইনিংসে ১০ উইকেট নেন তিন পেসার। আফ্রিদী ৪ উইকেট নেন ৩৫ রানে। নাসিম ৩৬ রানে ৩ উইকেট এবং রউফ ৫৮ রানে নেন ৩ উইকেট। আসরে পাকিস্তান প্রথম ম্যাচে নেপালকে হারিয়ে সুপার ফোরে এক পা দিয়ে রাখে। বাবর আজমের ১৫১ ও ইফতেখার আহমেদের অপরাজিত ১০৯ রানে ভর করে আইসিসি সহযোগী দেশকে হারায় ২৩৮ রানের পর্বতসমান ব্যবধানে। ভারত গতকাল আসরে প্রথম ম্যাচ খেলতে নামে। পাল্লেকেলের ব্যাটিং সহায়ক উইকেটে টস জিতে ব্যাটিং করে রোহিত বাহিনী। কিন্তু আফ্রিদীর গতি ও সুইংয়ে নাকাল হয়ে পড়েন অধিনায়ক রোহিত, কোহলিরা। রোহিত সাজঘরে ফেরেন ব্যক্তিগত ১১ রানে এবং কোহলি প্লেড অন হন মাত্র ৪ রানে। গিল ১০, আইয়ার ১৪ রান করেন। ৬৬ রানে ৪ উইকেট হারিয়ে দল যখন কোণঠাসা, তখন পঞ্চম উইকেট জুটিতে ঈশান ও পান্ডিয়া ১৪০ বলে ১৩৮ রান যোগ করেন। শেষ দিকে জাশপ্রিত বুমরাহ ১৬ রান করেন।

 

সর্বশেষ খবর