রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা
চিকিৎসক জানালেন

খালেদা জিয়া কবে বাসায় ফিরবেন অনিশ্চিত

নিজস্ব প্রতিবেদক

খালেদা জিয়া কবে বাসায় ফিরবেন অনিশ্চিত

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত ২৫ দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। গত ৯ আগস্ট স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, বেগম খালেদা জিয়া কতদিন হাসপাতালে থাকবেন-বিষয়টি নির্ভর করছে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের ওপর। তবে এখন পর্যন্ত হাসপাতাল থেকে তাকে বাসায় নেওয়ার মতো পরিস্থিতি হয়নি। ফলে কত দিন হাসপাতালে থেকে চিকিৎসা নিতে হবে সেটি অনিশ্চিত। তিনি আরও বলেন, প্রতিদিনই প্রেসক্রিপশনে নতুন নতুন ওষুধ যুক্ত হচ্ছে, পরিবর্তন হচ্ছে, আবার বাদও দেওয়া হচ্ছে। নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে ম্যাডামকে। সুচিকিৎসার জন্য তাঁকে বিদেশে নিয়ে যাওয়াটা জরুরি হয়ে পড়েছে।

সংশ্লিষ্ট চিকিৎসকরা জানিয়েছেন- দেশীয় প্রযুক্তির সর্বোচ্চ চিকিৎসাটাই তারা তাঁকে দেওয়ার চেষ্টা করছেন। এতে তাঁর তেমন অগ্রগতি নেই। তাঁর শারীরিক অবস্থা আজ একটু স্থিতিশীল হলে কাল আবার নিচে নেমে যাচ্ছে। বিশেষ করে লিভার, উচ্চ রক্তচাপ ও হার্টের সমস্যাগুলো নতুন করে পীড়া দিচ্ছে তাঁকে। শারীরিক নানা পরীক্ষা-নিরীক্ষা করে নতুন নতুন ওষুধ-পত্র দিয়ে সেগুলো ঠেকানোর চেষ্টা করে যাচ্ছেন তাঁর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা। ফলে হাসপাতালে আরও বেশ কিছুদিন থাকতে হতে পারে সাবেক এই প্রধানমন্ত্রীকে।

সর্বশেষ খবর