রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

কুমিল্লায় অস্ত্রের মহড়ার ভিডিও ভাইরাল

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় অস্ত্রের মহড়ার ভিডিও ভাইরাল

কুমিল্লা বরুড়া উপজেলার খোশবাস স্কুল অ্যান্ড কলেজ মাঠে ব্যানার টানানো নিয়ে আগ্নেয়াস্ত্র (ওয়ান শুটার) নিয়ে আওয়ামী লীগ নেতা-কর্মীদের অস্ত্রের মহড়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে।

৪১ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা গেছে, আগ্নেয়াস্ত্র তাক করে প্রতিপক্ষের দিকে এগিয়ে যাচ্ছে দুই যুবক। এ সময় কয়েকজনকে দেখা যায় আগ্নেয়াস্ত্র হাতে যুবকদের নিবৃত্তের চেষ্টা করতে। খবর নিয়ে জানা গেছে, বরুড়া উপজেলার খোশবাস উত্তর ইউনিয়ন এলাকায় দলীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। একটি পক্ষে নেতৃত্বে দিচ্ছেন ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম খোকা এবং অপর পক্ষে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক কবির হোসেন। গেল ১২ আগস্ট বরুড়া উত্তর খোশবাস ইউনিয়নের খোশবাস স্কুল অ্যান্ড কলেজে শোক দিবসের প্রস্তুতি সভার আয়োজন করা হয়। এ নিয়ে কলেজ গেটে ব্যানার টানানো হয়। ব্যানারে নিজেদের ছবি না দেওয়ায় সেটি ছিঁড়ে ফেলা হয়। এ নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই গ্রুপ। এ সময় স্থানীয় জালালপুর গ্রামের ফরহাদ ও খোশবাস গ্রামের রিয়াদকে আগ্নেয়াস্ত্র হাতে উত্তেজিত অবস্থায় দেখা যায়। কবির হোসেন বলেন, আমি অনুষ্ঠানের মঞ্চে ছিলাম। ব্যানার ছিঁড়ে ফেলার ঘটনায় দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে এসে দেখি রিয়াদ ও ফরহাদের হাতে অস্ত্র। তবে কোনো গুলির ঘটনা ঘটেনি। তারা আমার অনুসারী না। খোরশেদ আলম খোকা বলেন, যাদের হাতে অস্ত্র দেখা গেছে, তারা আমাদের অনুসারী নয়, দলের কোনো পদে আছে কি না তাও জানি না। ব্যানারটি ছিঁড়ে ফেলায় হাতাহাতির ঘটনা ঘটে। অস্ত্র হাতে যুবকের ভিডিও ভাইরালের বিষয়ে বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফিরোজ হোসেন বলেন, আমরা পরে ঘটনা জেনেছি। অস্ত্রধারীদের চিহ্নিত করা হয়েছে। তাদের গ্রেফতারের জন্য অভিযান চলছে।

সর্বশেষ খবর