রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

বিমানবন্দরে হয়রানির অভিযোগ ফখরুলের

সিঙ্গাপুর থেকে ফিরলেন

নিজস্ব প্রতিবেদক

চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল সন্ধ্যা সোয়া ৬টায় তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন। এ সময় সিঙ্গাপুরে যাওয়া-আসার সময় তাঁকে বিমানবন্দরে হয়রানি করা হয় বলে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন। তিনি বলেন, ‘আমরা যারা রাজনীতি করি, তারা দেশের বাইরে যেতেও বিমানবন্দরে হয়রানির শিকার হই, আসতে হয়রানি হই।’ প্রধানমন্ত্রীর অনুদান নেওয়ার বিষয়ে ফেসবুকে ছড়ানোর ইস্যুতে বিএনপি মহাসচিব বলেন, ‘সরকার একটা নোংরা সমাজ ও জগৎ তৈরি করে ফেলেছে। যেখানে তাদের কার্যকলাপের উত্তর দিতেও রুচিতে বাধে।’ এ সময় তিনি জানান, বেশ কয়েকটি মেডিকেল পরীক্ষা-নিরীক্ষা ছিল, সেগুলো সিঙ্গাপুরের হাসপাতালে করিয়েছেন। রিপোর্টও আল্লাহর রহমতে ভালো। তবে ওষুধের কিছু পরিবর্তন এসেছে। উল্লেখ্য, গত ২৪ আগস্ট চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। তার সঙ্গে ছিলেন স্ত্রী রাহাত আরা বেগম। মির্জা ফখরুল এর আগেও সিঙ্গাপুরে চিকিৎসা নিয়েছেন। সর্বশেষ ২০২৩ সালের ১০ ফেব্রুয়ারি তিনি সিঙ্গাপুরে গিয়েছিলেন। ২০১৫ সালে কারাবন্দি অবস্থায় তার ঘাড়ের ইন্টারন্যাল ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়লে মুক্তির পর সিঙ্গাপুর গিয়ে চিকিৎসা করিয়েছেন। এরপর থেকে প্রতিবছরই ফলোআপ চিকিৎসার জন্য তিনি সিঙ্গাপুর যান।

সর্বশেষ খবর