রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

ব্যাটিংয়ে না নেমেও সুপার ফোরে পাকিস্তান

ক্রীড়া প্রতিবেদক

ব্যাটিংয়ে না নেমেও সুপার ফোরে পাকিস্তান

প্রথমে ব্যাট করতে নেমে ভারত ২৬৬ রানে অলআউট হয়ে যায়। টেনশনের এই ম্যাচ জিততে হলে পাকিস্তানকে করতে হতো ২৬৭ রান। শেষ পর্যন্ত বাবর আজমদের ব্যাটিংয়েই নামা হলো না। বৃষ্টিতে এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচটি পরিত্যক্ত হয়ে যায়। এর পরও প্রথম দল হিসেবে আসরে সুপার ফোর নিশ্চিত করেছে পাকিস্তান। প্রথম ম্যাচে নেপালকে হারানোয় তাদের পয়েন্ট তিন। ভারত ও গ্রুপের শেষ ম্যাচে নেপালকে হারালেই সুপার ফোরে জায়গা করে নেবে। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের লড়াইয়ে শুরুতেই ভারতের ব্যাটিং লাইনে ধস নামে। অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি, গিল ও আইয়ারের মতো প্রতিষ্ঠিত ব্যাটাররা সাজঘরে গেলে একপর্যায়ে তাদের রান দাঁড়ায় ৪ উইকেটে ৬৬। এ অবস্থায় ভারত দেড় শ রান করতে পারবে কি না এ নিয়ে সংশয় জাগে।

পঞ্চম উইকেট জুটিতে ঘুরে দাঁড়ায় ভারত। ঈশান ও পান্ডিয়া ১৪০ বলে ১৩৮ রান যোগ করেন। শেষ দিকে বুমরাহ ১৬ রান তুললে দেড় শ পেরিয়ে ভারত ৭ বল আগেই ২৬৬ রানে অলআউট হয়ে যায়। পান্ডিয়া ৯০ বলে ৮৭ ও কিষান ৮২ রান করেন ৮১ বলে। পাকিস্তানের শাহিন আফ্রিদি ৩৫ রানে ৪, নাসিম ৩৬ ও রউফ ৫৮ রানে ৩টি করে উইকেট নেন।

সর্বশেষ খবর