সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

বিএনপির স্থায়ী কমিটি চলছে ঢিমেতালে

১৯ সদস্যের পাঁচজন দেশে, ছয়জন দেশের বাইরে, দুজন অসুস্থ বাকি পদ শূন্য

শফিকুল ইসলাম সোহাগ

বিএনপির স্থায়ী কমিটি চলছে ঢিমেতালে

১৯ সদস্যের বিএনপির স্থায়ী কমিটি চলছে এখন ঢিমেতালে। বর্তমানে ছয়জন দেশের বাইরে। শনিবার দলটির মহাসচিব দেশে ফিরেছেন। অসুস্থ থাকায় স্থায়ী কমিটির বৈঠকে অনিয়মিত দুজন। দেশে সক্রিয় দেখা যায় পাঁচজনকে। মারা যাওয়ার পর পূরণ না হওয়ায় বাকি পদ শূন্য।

জানা যায়, শর্তসাপেক্ষে মুক্তিতে গুলশানের বাসায় অবস্থান করছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। লন্ডনে অবস্থান করছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ২৪ আগস্ট বিএনপি মহাসচিব মির্জা ফখরুল সিঙ্গাপুরে যান। এর দুই দিন পর একই পথে ছোটেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আন্দোলনের এ মোক্ষম সময়ে দলের দুজন শীর্ষ সারির নেতার পরপর বিদেশযাত্রার রহস্য খুঁজছেন বিএনপির নেতা-কর্মীরা। চুলচেরা বিশ্লেষণ চলছে রাজনৈতিক মহলেও। এদিকে সিঙ্গাপুর থেকে ফখরুল ইসলাম আলমগীর ফেরার পর তিনি কী বার্তা নিয়ে ফিরলেন এনিয়ে চলছে সব মহলে আলোচনা। সূত্রমতে, দুই মাস ধরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন বিএনপির শীর্ষস্থানীয় নেতা ড. খন্দকার মোশাররফ হোসেন এখন বেশ সুস্থ। অল্প কয়েক দিনের মধ্যেই তিনিও দেশে ফিরতে পারেন। সিঙ্গাপুরে মির্জা ফখরুল, মির্জা অব্বাস ও ড. খন্দকার মোশাররফ হোসেন দলীয় পরিকল্পনা নিয়ে নিজেরা আলোচনা করে পরিকল্পনা সাজিয়েছেন। এর আগে থেকেই চিকিৎসাজনিত কারণে থাইল্যান্ডে অবস্থান করছেন স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। চিকিৎসার কাজে দীর্ঘদিন ধরে দিল্লিতে অবস্থান করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ। চলতি বছর মার্চে ভারতের শিলং আদালত তাকে খালাস দিলে কিছুদিন পর তিনি দিল্লি যান। সেখানে তিনি স্ত্রীসহ অবস্থান করছেন।

অসুস্থ অবস্থায় রয়েছেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ও ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া। মে মাসে স্ত্রী নুর আকতারকে হারান জমির উদ্দিন। এর পর থেকে স্থায়ী কমিটির বৈঠকে অনিয়মিত তিনি। দীর্ঘ কয়েক বছর ধরে টানা বিছানায় শয্যাশায়ী রফিকুল ইসলাম মিয়া। রাজনীতি থেকে অবসর নিয়েছেন লে. জে. (অব.) মাহবুবুর রহমান। স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সেলিমা রহমান দলীয় কর্মসূচিতে সক্রিয় রয়েছেন। তবে ভার্চুয়ালি স্থায়ী কমিটির মিটিংয়ে যোগ দেন অধিকাংশ সদস্য। ২০১৬ সালের মার্চে বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিল হয়। সেখানে খালেদা জিয়া চেয়ারপারসন ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাসচিব নির্বাচিত হন। এরপর বিএনপির সম্মেলন হয়নি। ওই কাউন্সিলে ১৯ জনের স্থায়ী কমিটি গঠন করা হয়। সে কমিটির কয়েকজন মারা গেছেন। শূন্য পদগুলো পূরণ করা হয়নি। জানা যায়, বিএনপির কেন্দ্রীয় কমিটির শূন্য পদ পূরণে কোনো উদ্যোগ নেই দলটির হাইকমান্ডের। শিগগিরই দলটির কাউন্সিলের সম্ভাবনা নেই বলে এসব শূন্য পদে পদায়নও সম্ভব হচ্ছে না। দলের চেয়ারপারসন কিংবা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিশেষ ক্ষমতাবলে এসব পদে পদায়ন সম্ভব হলেও তা করা হচ্ছে না। দলটির অনেক কেন্দ্রীয় নেতাও দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় রয়েছেন। অনেকে বয়সের ভারে ন্যুব্জ। এসব পদও পুনর্গঠন করতে পারছেন না দলটির হাইকমান্ড। আগামী নির্বাচনের আগে এসব পদ পূরণ হবে না বলে ধারণা নীতিনির্ধারকদের।

২০১৬ সালের ১৯ মার্চ বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিল হয়। গঠনতন্ত্র অনুযায়ী প্রতি তিন বছর অন্তর এ কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার কথা। সে অনুযায়ী এক বছরের বেশি সময় ধরে মেয়াদোত্তীর্ণ হয়ে পড়েছে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি। নানা জটিলতায় পর্যবসিত দলটি কাউন্সিল করতে পারছে না।

সর্বশেষ খবর