সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

কাস্টমসের গুদাম থেকে ৫৫ কেজি সোনা উধাও

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর

নিজস্ব প্রতিবেদক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঢাকা কাস্টমস হাউসের (ডিসিএইচ) ট্রানজিট গুদাম থেকে ৫৫ কেজি ৫১০ গ্রাম সোনার হিসাব পাওয়া যাচ্ছে না। যার বাজার মূল্য ৪৭ কোটি ১৮ লাখ ৩৫ হাজার টাকা। ২০২০ সাল থেকে চলতি বছরের আগস্ট পর্যন্ত এই সোনা উধাও হয়েছে। কীভাবে এত সোনা উধাও হলো সে রহস্য উন্মুক্ত করতে বিমানবন্দর থানায় একটি মামলা করেছে ডিসিএইচ কর্তৃপক্ষ। উল্লেখ্য, যাত্রীদের কাছ থেকে জব্দ হওয়া সোনার বার, অলংকারসহ মূল্যবান জিনিস রাখা হয় ডিসিএইচ গুদামে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিমানবন্দরে ২৪ ঘণ্টায় পালাক্রমে চারটি শিফট কাজ করে। এই শিফটগুলোতে জব্দ হওয়া সোনা ট্রানজিট গুদামে রাখা হতো এত দিন। তবে স্বচ্ছতা আনতে ডিসিএইচ কমিশনার এ কে এম  নুরুল হুদা আজাদ শিফটভিত্তিক জব্দ হওয়া সোনা আলাদা করে লকারে রাখার নির্দেশনা দেন। তিনি নির্দেশ দেন, যে শিফট জব্দ করবে তাদের জব্দ করা সোনা তাদের লকারে থাকবে। ডিসিএইচ কমিশনার এ কে এম নুরুল হুদা আজাদ জানান, ঢাকা কাস্টমস হাউসের গুদামে রাখা সোনার হিসাবে স্বচ্ছতা আনতে তিনি চারটি বড় লকার কিনেন এবং চারজন গোডাউন অফিসার নিয়োগ দেন। ওই চারজনসহ ৪৮ জন সোনা গণনার কাজে নিয়োজিত করেন। গত ৩০ সেপ্টেম্বর থেকে গণনার কাজ শুরু করি। ১ সেপ্টেম্বরও গণনা করা হয়। ২ সেপ্টেম্বর গণনা করার সময় ট্রানজিট গুদাম থেকে সোনা উধাও হওয়ার বিষয়টি ধরা পড়ে। ২ ও ৩ সেপ্টেম্বর গণনা করে ৫৫.৫১ কেজি সোনা উধাও হওয়ার তথ্য পাওয়া যায়।

সর্বশেষ খবর