সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা
কানাডার এমপি অ্যানি

নূর চৌধুরীকে নিয়ে সরকারের সঙ্গে কথা বলব

লাবলু আনসার, কানাডা থেকে

কানাডার এমপি অ্যানি কৌটরাকিস বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে কথা প্রসঙ্গে বলেন, বঙ্গবন্ধুর ঘাতক হিসেবে দন্ডিত নূর চৌধুরী কীভাবে কানাডায় বসবাস করছেন তা নিয়ে কানাডা সরকারের সঙ্গে কথা বলবেন। ২ সেপ্টেম্বর সন্ধ্যায় ফোবানার দ্বিতীয় দিনের সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদানের আগে এ সংবাদদাতার কাছে বাংলাদেশি কানাডা ও বাংলাদেশ নিয়ে আলোচনাকালে তিনি এসব কথা বলেন। কানাডা পার্লামেন্টের প্রভাবশালী সদস্য এবং পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত ডেপুটি মিনিস্টার অ্যানি বলেন, মানবাধিকার, আইনের শাসন, নারী ক্ষমতায়নসহ সন্ত্রাসবাদ নির্মূলে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বের বেশ অগ্রগতি সাধিত হয়েছে জেনে আমি সন্তুষ্ট। তবে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধুর ঘাতক হিসেবে মৃত্যুদন্ডে দন্ডিত নূর চৌধুরী প্রসঙ্গে তিনি স্পষ্ট করে কিছু জানেন না বলে এ মুহূর্তে কোনো মন্তব্য করতে চাননি। সরকারের কাছে থেকে বিস্তারিত জেনে প্রসঙ্গটি নিয়ে পরে কথা বলার আশা পোষণ করেন অ্যানি কৌটরাকিস। একই সঙ্গে এ কথাও উল্লেখ করেন, মানবাধিকার লঙ্ঘনকারী কানাডায় যুগের পর যুুগ ধরে বাস করছেন বিষয়টি নিয়ে তিনি সরাসরি মন্তব্য করার অধিকার রাখেন না। এ নিয়ে সরকারের সঙ্গে যোগাযোগ করবেন। উল্লেখ্য, ফোবানার সাবেক চেয়ারপারসন ও নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি জাকারিয়া চৌধুরী সে সময় অ্যানি কৌটরাকিসকে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের এগিয়ে চলার ঘটনাবলি ছাড়াও নারী ক্ষমতায়ন, সন্ত্রাস দমনের পাশাপাশি বাংলাদেশের মানুষের জীবনমানের উন্নয়নে প্রভূত উন্নতি সাধনের তথ্য জানান। পরে বক্তব্যকালে অ্যানি কৌটরাকিস বলেন, কানাডার সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ৫২ বছর ধরেই অব্যাহত রয়েছে। সম্পর্কের এই দিগন্ত প্রসারিত করতে কানাডায় বসবাসরত বাংলাদেশিদের আজকের এ আয়োজনের গুরুত্ব অপরিসীম।

কানাডা পার্লামেন্টের অপর এমপি অ্যাঞ্জেলো ইয়াকনো প্রধানমন্ত্রী জাস্টিন পি জে ট্রুডোর শুভেচ্ছাবাণী উপস্থাপনের পর বলেন, ‘বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক, বাণিজ্যিক সম্পর্কের পাশাপাশি দেশটির বহুবিধ উন্নয়নের অংশীদার কানাডা। বন্ধুত্বপূর্ণ এই সম্পর্ক আরও মজবুত করতে ফোবানার ভূমিকা অপরিসীম। আমি কানাডায় বসবাসরত লক্ষাধিক বাংলাদেশির কর্মনিষ্ঠা ও মাতৃভূমির প্রতি মমত্ববোধের প্রশংসা করছি।’ মন্ট্রিয়লের লাভাল শেরাটন হোটেলের বলরুমে হাজার হাজার প্রবাসীর উচ্ছল উপস্থিতিতে ১ সেপ্টেম্বর শুরু হওয়া ফোবানার এ সম্মেলনের দ্বিতীয় দিবসে বিশ্ব মানচিত্রে বাঙালির বিশেষ একটি স্থানে অধিষ্ঠিত হওয়ার ধারাবিবরণী সংবলিত গীতিনৃত্যালেখ্য সবার প্রশংসা কুড়ায়। এটি পরিবেশন করে নিউইয়র্কের ‘বাংলাদেশ লিগ অব আমেরিকা’। সাংস্কৃতিক পর্বের মধ্যমণি ছিলেন শিল্পী মমতাজ, বালাম, ড. রফিক খান ও মিসেস খান।

 

সর্বশেষ খবর