সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

গুরুত্বপূর্ণ সফরে জাপানের তিন এমপি ঢাকায়

কূটনৈতিক প্রতিবেদক

চার দিনের সফরে বাংলাদেশে এসেছেন জাপানের পার্লামেন্টের একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলে থাকা জাপানের তিন এমপি ও অন্য দুই সদস্য গতকাল সকালে ঢাকা এসেছেন। আজ তারা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে কক্সবাজার যাবেন। আগামীকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন জাপানের এমপিরা।

দূতাবাস সূত্র জানায়, জাপানি প্রতিনিধি দলের নেতৃত্বে আছেন হাউস অব কাউন্সিলরসের জেনারেল অ্যাফেয়ার্স কমিটির ডিরেক্টর নাকানিশি ইউসুকি। অন্য দুই এমপি সদস্যরা হলেন হাউস অব কাউন্সিলরসের এডুকেশন কমিটির ডিরেক্টর ইমাই ইরিকো, ডিজাস্টার বিষয়ক বিশেষ কমিটির চেয়ারম্যান মিউরা নবুহিরো। তাদের সঙ্গে আছেন জেনারেল অ্যাফেয়ার্স কমিটির চিফ রিসার্চার মিনাগায়া কেনিচি ও হাউস অব কাউন্সিললের কমিটি বিভাগের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর নিশিও মাসুমি। তারা গতকাল বিকালে পরিকল্পনামন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। রাতে তারা জাইকার আয়োজনে নৈশভোজে অংশ নেন। সফর সূচি অনুসারে, জাপানের প্রতিনিধি দল আজ সকালে কক্সবাজারের উদ্দেশে রওনা দিয়ে সারা দিন ক্যাম্পে কাটিয়ে বিকালে ঢাকা ফিরবেন। আগামীকাল সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে তারা নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে যাবেন। সেখানে মেয়রের সঙ্গে বৈঠক শেষে জাপানের জন্য বিশেষ ইকোনমিক জোন পরিদর্শনে যাবেন তারা। পরদিন বুধবার সফরের শেষ দিনে তারা ঢাকার মেট্রোরেল ও বিমানবন্দরের থার্ড টার্মিনাল পরিদর্শন করবেন।

সর্বশেষ খবর