সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

ডেঙ্গুতে ঢাকার দ্বিগুণ রোগী বাইরে

নিজস্ব প্রতিবেদক

ডেঙ্গুতে ঢাকার দ্বিগুণ রোগী বাইরে

ফরিদপুরে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে থাকায় হাসপাতালে দেখা দিয়েছে শয্যা সংকট। বাধ্য হয়ে বাইরে থাকতে হচ্ছে রোগীদের -বাংলাদেশ প্রতিদিন

দেশে লাফিয়ে বাড়ছে ডেঙ্গুজ্বরে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গতকাল ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে, আক্রান্ত হয়ে ২ হাজার ৬০৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ঢাকা মহানগরের তুলনায় বাইরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে প্রায় দ্বিগুণ রোগী। জায়গা নেই হাসপাতালে, খোলা আকাশের নিচে চলছে চিকিৎসা। 

স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা যায়, গতকাল নতুন শনাক্ত রোগীদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৯২ জন, আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৭১৬ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৮ হাজার ৮৪৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩ হাজার ৯২৮ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৪ হাজার ৯১৭ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ১ লাখ ৩০ হাজার ৩০২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ৬০ হাজার ৪৮৪ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ৬৯ হাজার ৮১৮ জন। আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ২০ হাজার ৮২৩ জন। ঢাকায় ৫৬ হাজার ৯২ এবং ঢাকার বাইরে ৬৪ হাজার ৭৩১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৬৩৪ জনের মৃত্যু হয়েছে। আমাদের ফরিদপুর প্রতিনিধি জানান, গতকাল ডেঙ্গু আক্রান্ত হয়ে তিন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে ফরিদপুরের হাসপাতালগুলোতে চিকিৎসাধীন অবস্থায় ১৫ রোগীর মৃত্যু হলো। ডেঙ্গু রোগীর চাপ সামলাতে হিমশিম পরিস্থিতিতে পড়েছে হাসপাতালগুলো। প্রতিদিনই রেকর্ড পরিমাণ রোগী ভর্তি হচ্ছে হাসপাতালগুলোতে। এতে শয্যা সংকট দেখা দিয়েছে। ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড ছাড়িয়ে এখন রোগীরা থাকছেন হাসপাতালের বারান্দা, সিঁড়ির নিচে এমনকি হাসপাতাল চত্বরের খোলা আকাশের নিচে। হাসপাতালের এক ভবন থেকে অন্য ভবনে যাওয়ার পথও রোগীর দখলে। এমনকি খোলা জায়গায় রোগীদের থাকতে দেখা গেছে। খোঁজ নিয়ে জানা যায়, ফরিদপুর জেলা শহর বাদেও প্রতিদিন বেশিসংখ্যক রোগী আসে রাজবাড়ী, মাগুরা, গোপালগঞ্জ, মাদারীপুরসহ আশপাশের বিভিন্ন্ জেলা থেকে। ফলে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর চাপ বাড়ছে। জেলার সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন ২১১ জন। জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৫ হাজার ১৬০ জন। এর মধ্যে ৪ হাজার ৮০৯ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। মেহেরপুর প্রতিনিধি জানান, ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে জনসচেতনতামূলক র?্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা পরিষদের যৌথ উদ্যোগে এ র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি মেহেরপুর জেলা প্রশাসক শামীম হাসানের নেতৃত্বে মেহেরপুর শহরের শহীদ ড. শামসুজ্জোহা নগর উদ্যান থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় জেলা প্রশাসক শামীম হাসান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অলক কুমার দাস, মেহেরপুর পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, গোভীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শাহজামানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন।

সর্বশেষ খবর