মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা
মেডিকেল বোর্ড

খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি

নিজস্ব প্রতিবেদক

খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। আরও কয়েকটি পরীক্ষা করা হয়েছে। এসব পরীক্ষার রিপোর্ট দেখে উদ্বেগ প্রকাশ করেছে তাঁর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড। হাসপাতালে তাঁকে ‘মেডিকেল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণে’ রাখা হয়েছে। বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন গতকাল এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন নিবিড় অবজারভেশনে আছেন। মেডিকেল বোর্ডের সদস্যরা প্রতিদিন দু-তিন বার করে তাঁকে দেখছেন। প্রয়োজনমতো পরীক্ষানিরীক্ষা করছেন এবং সে অনুযায়ী যেসব ব্যবস্থা নেওয়া দরকার নিচ্ছেন। এদিকে মেডিকেল বোর্ডের অন্য একজন সদস্য জানান, বেগম খালেদা জিয়ার শরীরে পানির মাত্রা বেড়েছে। ইলেকট্রোলাইট ইমব্যালান্স দেখা দিয়েছে। এ কারণে তাঁর ঘুম হচ্ছে না। এখন তাঁর অবস্থা ভালো নয়। কয়েকদিন ধরে টানা অবনতি হচ্ছে। অন্য একজন চিকিৎসক জানান, বেগম খালেদা জিয়ার ‘লিভারের’ সমস্যা দিন দিন জটিল হচ্ছে। এটার শতভাগ চিকিৎসা বাংলাদেশে সম্ভব নয়। বোর্ডের সদস্যরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু একাধিক জটিলতা থাকায় অনেকটাই সীমাবদ্ধতা রয়েছে। তাঁর বর্তমান অবস্থায় মেডিকেল বোর্ড রীতিমতো উদ্বিগ্ন। তাঁকে (খালেদা জিয়া) বারবার ‘মাল্টি ডিসিপ্লিনারি অ্যাডভান্স হেলথ সেন্টারে’ নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। প্রেশার, ডায়াবেটিসসহ স্বাস্থ্যের প্রায় সবকটি প্যারামিটারই ওঠানামা করছে। ৯ আগস্ট থেকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ড তাঁর চিকিৎসা কার্যক্রম তদারকি করছে। লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমান সব সময় চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রাখছেন ও মনিটরিং করছেন।

সর্বশেষ খবর