মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

আইনশৃঙ্খলার অবনতি ঘটালে দমন

গোপালগঞ্জ প্রতিনিধি

আইনশৃঙ্খলার অবনতি ঘটালে দমন

আগামী জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা কেউ করলে তা শক্ত হাতে দমন করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। সিনিয়র সচিবের পদমর্যাদা পেয়ে গতকাল দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন। আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশ বাহিনী সব সময় সফলভাবে নির্বাচনী দায়িত্ব পালন করে আসছে। আগামী নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে কেউ যদি চেষ্টা করে তা প্রতিহত করার মতো যথেষ্ট সক্ষমতা, জনবল, প্রশিক্ষণ, ইকুইপমেন্ট ও লজিস্টিক সাপোর্ট পুলিশের আছে। নির্বাচন কমিশনের অধীনে অনুষ্ঠিত নির্বাচনে যে দায়িত্ব দেওয়া হবে তা পালনের জন্য পুলিশ প্রস্তুত আছে। সারা দেশেই আইনশৃঙ্খলার উন্নতি হয়েছে; যার কারণে অর্থনৈতিক কর্মকাণ্ড ও প্রবৃদ্ধি হচ্ছে। এর আগে তিনি বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধুসহ মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সব শহীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাতে অংশ নেন। এ সময় বাংলাদেশ পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান মনিরুল ইসলাম, ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, বরিশাল রেঞ্জের ডিআইজি জামিল হাসান, খুলনা রেঞ্জের ডিআইজি মঈনুল হক, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোজাম্মেল হকসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর