মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

অর্থমন্ত্রী কথাই বলেন না

নিজস্ব প্রতিবেদক

অর্থমন্ত্রী কথাই বলেন না

সংসদের বিরোধী দল জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বলেছেন, আমরা বারবার এ সংসদে অর্থমন্ত্রীকে বলছি, বাংলাদেশ থেকে টাকা পাচার হচ্ছে, আপনি ব্যবস্থা নিন। কিন্তু অর্থমন্ত্রী কথাই বলেন না। যে দেশের অর্থমন্ত্রী কথা বলেন না, অর্থনীতি সম্পর্কে পার্লামেন্টে কোনো ব্রিফিং দেন না, সর্বশেষ অবস্থা সম্পর্কে সাংবাদিকদের কিছু জানান না, সেই দেশ কীভাবে চলবে আমি জানি না। গতকাল জাতীয় সংসদ অধিবেশনে তিনি অর্থমন্ত্রীর কাছে ডলার পাচার এবং ২৫২ কোটি টাকা মাফ করার বিষয়ে একটি বিবৃতি দাবি করেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে জাপা মহাসচিব বলেন, দেশের অর্থনীতি ভালোভাবে চলছে না। ডলারের সংকট, সরকার ইমপোর্ট নিয়ন্ত্রণ করছে। রিজার্ভের সমস্যা। এরই মধ্যে অর্থ পাচারের ঘটনা সামনে আসছে। তিনি বলেন, একজন কৃষক যে লোন নেয় ১ লাখ বা ২ লাখ টাকা, লোন পরিশোধ না করলে তার নামে ওয়ারেন্ট হয়। একজন ক্ষুদ্র ব্যবসায়ী লোন নিয়ে শোধ না করলে ওয়ারেন্ট হয়। একজন কৃষক যদি ঋণ দিতে না পারে তার সুদটা মাফ চায় ব্যাংকে, আমরা সুপারিশ করি তারা মাফ করে না।

সর্বশেষ খবর