মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা
বাংলাদেশ-মিয়ানমার বৈঠক

৩ হাজার রোহিঙ্গা দিয়ে প্রত্যাবাসন শুরুর সিদ্ধান্ত

বিশেষ প্রতিনিধি

পাইলট প্রকল্পের আওতায় শিগগিরই প্রত্যাবাসন করতে রাজি হয়েছে মিয়ানমার। প্রথম ব্যাচে ৩ হাজার রোহিঙ্গাকে দিয়ে প্রত্যাবাসন শুরুর সিদ্ধান্ত হয়েছে। তার আগে মিয়ানমার থেকে একটি প্রতিনিধিদল কক্সবাজার এসে রোহিঙ্গাদের ফিরতে উদ্বুদ্ধ করবে। গতকাল নেপিদোয় বাংলাদেশ-মিয়ানমারের মহাপরিচালক পর্যায়ে অনুষ্ঠিত বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার অনুবিভাগের মহাপরিচালক মিয়া মো. মাইনুল কবির ঢাকার পক্ষে নেতৃত্ব দেন। অন্যদিকে নেপিদোর প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন দেশটির মহাপরিচালক পলিটিক্যাল এইউএনজিকে। বৈঠক সূত্র জানায়, মিয়ানমার যত শিগগিরই সম্ভব প্রত্যাবাসন শুরু করতে চায়। আলোচনা হয়েছে, ভেরিফায়েড ৩ হাজার রোহিঙ্গা দিয়ে প্রত্যাবাসন শুরু হবে। প্রথম ব্যাচে টার্গেট; এটা যত দ্রুত সম্ভব হতে পারে। এরপর পরবর্তী ব্যাচে ৫ হাজার বা তার পরের ব্যাচে ৭ হাজার করে হতে পারে। রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরুর আগে রোহিঙ্গাদের কনফিডেন্স বিল্ডিংয়ের জন্য মিয়ানমার থেকে একটি প্রতিনিধিদল কক্সবাজার এসে রোহিঙ্গাদের সঙ্গে কাজ করবে- এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  ২০১৭ সালের ২৫ আগস্ট রাখাইনে সেনা অভিযান শুরুর পর কয়েক মাসের মধ্যে ৭ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে এসে আশ্রয় নেয়। আগে থেকে বাংলাদেশে ছিল ৪ লাখের অধিক রোহিঙ্গা। এর আগেও দুই দফায় রোহিঙ্গা প্রত্যাবাসনের কথা হলেও একজনকেও ফেরানো সম্ভব হয়নি।

সর্বশেষ খবর